Friday, February 7, 2025
বাড়িজাতীয়'আপকে একটা সুযোগ দিন', গুজরাটে পরিবর্তনের ডাক কেজরিওয়ালের

‘আপকে একটা সুযোগ দিন’, গুজরাটে পরিবর্তনের ডাক কেজরিওয়ালের


গান্ধীনগর, ১ মে (হি.স.) : সামনেই গুজরাট বিধানসভা নির্বাচন। তাই এখন থেকে প্রচারের ময়দানে গা ঘামাতে শুরু করেছে রাজনৈতিক দলগুলি। রবিবার রাজ্যের ভারুচের আদিবাসী সংকল্প মহাসম্মেলনে যোগ দিয়ে দিল্লির মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টির জাতীয় আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়াল গুজরাটে পরিবর্তনের ডাক দিলেন। দিল্লি ও সদ্য পঞ্জাব সরকারের কয়েকমাসের সাফল্যের খতিয়ান তুলে ধরে গুজরাটের মানুষের কাছে আপকে একটা সুযোগ দেওয়ার আবেদন জানান তিনি। তিনি বলেন, ‘আসুন বিজেপির ঔদ্ধত্য ভেঙে গুঁড়িয়ে দিই। আমাকে একটা সুযোগ দিন। আমি যদি স্কুলগুলির অবস্থা ফেরাতে না পারি তাহলে লাথি মেরে তাড়িয়ে দেবেন।’

কেজরিওয়ালের দাবি, গুজরাটের স্কুলগুলির অবস্থা খুব খারাপ। তিনি বলেন, ‘গুজরাটের ৬ হাজার সরকারি স্কুল বন্ধ। বহু স্কুলের অবস্থা শোচনীয়। লক্ষ লক্ষ শিশুর ভবিষ্যত নষ্ট হতে চলেছে। কিন্তু আমরা বদল আনতে পারি। যেভাবে দিল্লির স্কুলগুলিতে পরিবর্তন আনা হয়েছে।’

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য