নয়াদিল্লি, ১ মে (হি.স.): সর্বকালের সর্বোচ্চ জিএসটি রাজস্ব সংগ্রহ হল ২০২২ সালের এপ্রিল মাসে। রবিবার কেন্দ্রীয় অর্থমন্ত্রক জানিয়েছে, ২০২২ সালের এপ্রিল মাসে জিএসটি রাজস্ব সংগ্রহ করা হয়েছে ১.৬৮ লক্ষ টাকা। যা এখনও পর্যন্ত সর্বোচ্চ সংগ্রহ।
কেন্দ্রীয় অর্থমন্ত্রক আরও জানিয়েছে, ২০২২ সালের এপ্রিল মাসে মোট জিএসটি সংগ্রহ সর্বকালের সর্বোচ্চ। এর আগে গত মাসেই জিএসটি রাজস্ব সংগ্রহ হয়েছিল ১,৪২,০৯৫ কোটি, এপ্রিলে জিএসটি রাজস্ব সংগ্রহ হয়েছে গত মাসের তুলনায় ২৫ হাজার কোটি টাকা বেশি।