Tuesday, February 11, 2025
বাড়িরাজ্যসুদীপের দেহরক্ষী এবং গাড়ি চালকের উপর আক্রমণের ঘটনায় জড়িতদের গ্রেফতারের জন্য ২৪...

সুদীপের দেহরক্ষী এবং গাড়ি চালকের উপর আক্রমণের ঘটনায় জড়িতদের গ্রেফতারের জন্য ২৪ ঘণ্টা সময় বেঁধে দিল কংগ্রেস

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১ মে : রবিবার প্রাক্তন বিধায়ক সুদীপ রায় বর্মনের দেহরক্ষী এবং গাড়ি চালকের উপর আক্রমণের ঘটনার জন্য প্রদেশ কংগ্রেস দায়ী করেছেন স্থানীয় কাউন্সিলরকে। এদিন বিকেলে প্রদেশ কংগ্রেস ভবনের সাংবাদিক সম্মেলন করে প্রাক্তন বিধায়ক আশীষ কুমার সাহা জানান, স্থানীয় কাউন্সিলর নেতৃত্বে আক্রমণের ঘটনা ঘটেছে।

 তারা চায় না বিরোধীরা রাজনৈতিক ময়দানে না থাকুক। যাতে তারা নির্বাচনকে প্রহসনের পরিণত করে জয়ী হতে পারে। কিন্তু আসন্ন উপনির্বাচনে ভারতীয় জনতা পার্টির মুখোশ খুলে যাবে রাজ্যবাসী সামনে। কারণ রাজ্যের মানুষ দিন দিন বর্তমান সরকারের বিরুদ্ধে প্রতিবাদী হচ্ছে বলে জানান আশীষ কুমার সাহা। আরো বলেন মানুষের মধ্যে বিজেপি সরকার ভয় ভীতি সৃষ্টি করে ক্ষমতায় থাকতে চাইছে। কিন্তু তাদের রাজ্যের মানুষ যোগ্য জবাব দিতে প্রস্তুত। তাই রাজ্যের মানুষকে সাথে নিয়ে এ ধরনের ঘটনা প্রতিহত করতে রাস্তায় নামবে কংগ্রেস বলে জানান তিনি।

কিন্তু মানুষকে ভয় ভীতি সৃষ্টি করে নির্বাচনী বৈতরণী পার হতে দেওয়া হবে না বিজেপি’কে। আরো বলেন, সুদীপ রায় বর্মনকে আক্রমণ করার জন্য পরিকল্পিতভাবে বাইক বাহিনী আইনজীবী সৌমিক দেবের বাড়িতে যান। সেখানে সুদীপ রায় বর্মনের গাড়ি চালক এবং দেহরক্ষীকে পেয়ে মারধর করে। গাড়ি চালককের দুটি হাত ভেঙে যায়। এবং দেহরক্ষী গুরুতর আহত হয়। বর্তমানে তারা চিকিৎসাধীন। যেখানে পুলিশ আক্রান্ত এবং শ্রমিক আক্রান্ত সেখানে পুলিশকে সুষ্ঠু তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা দরকার। নাহলে এ ধরনের ঘটনা জেরে মানুষের নিরাপত্তা আর থাকবে না। তাই এ দিনের ঘটনার পরিপ্রেক্ষিতে পশ্চিম থানার পুলিশের কাছে নাম দিয়ে একটি মামলা করা হয়েছে। অভিযুক্তরা হল অভিষেক দত্ত, অমিতাভ ভট্টাচার্য, রাধা সাহা। ২৪ ঘন্টার মধ্যে যদি অভিযুক্তরা গ্রেফতার না হয় তাহলে প্রদেশ কংগ্রেস পরবর্তীতে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করবে বলে জানান প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি গোপাল রায়। তিনি আরো বলেন, এভাবে একের পর এক ঘটনা সংঘটিত হচ্ছে। কিন্তু লক্ষ করা যাচ্ছে যারা আক্রান্ত হচ্ছেন তাদের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক ভাবে মিথ্যা মামলা নেওয়া হচ্ছে। আক্রান্ত হওয়া বিরোধী দলের কর্মী-সমর্থকদের জেলে ভরে দেওয়া হচ্ছে। কিন্তু কংগ্রেস প্রতিবাদে নামার সিদ্ধান্ত নিয়েছে বলে জানান তিনি।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য