মুম্বই, ২০ অক্টোবর (হি.স.): বিশেষ এনডিপিএস আদালতের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে বোম্বে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন শাহরুখ খানের ছেলে আরিয়ান খান। জামিনের আবেদন জানিয়ে বুধবারই বোম্বে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন আরিয়ান খান। প্রমোদতরী মাদক-মামলায় বুধবারই শাহরুখ খানের ছেলে আরিয়ান খানের জামিনের আবেদন খারিজ করে দিয়েছে বিশেষ এনডিপিএস আদালত। আরিয়ান ছাড়াও বুধবার আরবাজ মার্চেন্ট ও মুনমুন ধামেচারও জামিনের আবেদন খারিজ করে দিয়েছে মুম্বইয়ের বিশেষ এনডিপিএস আদালত। এনডিপিএস আদালতের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে এদিন বোম্বে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন আরিয়ান খান। বোম্বে হাইকোর্টে জামিনের আবেদন জানিয়েছেন শাহরুখ খানের ছেলে। আরবাজ মার্চেন্টের আইনজীবী আলী কাশিফ জানিয়েযেন, তাঁর মক্কেল আরবাজ এবং মুনমুন ধামেচাও বোম্বে হাইকোর্টে জামিনের আবেদন জানাবেন। কিন্তু, তাঁরা আবেদন জানিয়েছেন কি-না সে বিষয়ে জানা যায়নি।