স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২১ অক্টোবর : তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথে তৃণমূল কংগ্রেসের প্রদেশ স্টিয়ারিং কমিটির বৈঠক হয়। বৈঠকে একাধিক কর্মসূচি সম্পর্কের স্থির হয়। এর মধ্যে ২০২৩ -এ পাখির চোখ ত্রিপুরার অন্যতম উল্লেখযোগ্য কর্মসূচি হিসেবে নেওয়া হয়েছে “ত্রিপুরার জন্য তৃণমূল।”
এ কর্মসূচির মাধ্যমে প্রত্যেকটি ব্লক এবং পুর এলাকায় জনসংযোগ করা হবে। আর এর নাম দেওয়া হয়েছে “ত্রিপুরার জন্য তৃণমূল।” এই কর্মসূচির মাধ্যমে জনগণের কাছে যাবে তৃণমূল কংগ্রেস। জনগণের সমস্যা বিষয়ে অবগত হবে। বিজেপি রাজ্যে সাড়ে তিন বছরে মানুষকে প্রতিশ্রুতি রক্ষা করতে না পেরে ফেল করেছে। তাই মানুষের সমস্যা সমাধানের জন্য তৃণমূল কংগ্রেস একমাত্র পথ। বৃহস্পতিবার দুপুরে আগরতলা শহরের একটি বেসরকারি হোটেলের সাংবাদিক সম্মেলন করে এ কথা জানান তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় নেত্রী তথা সংসদ সুস্মিতা দেব। তিনি জানান আগামী ১০ দিনের জন্য এ কর্মসূচি শুরু হবে আগামী ২২ অক্টোবর থেকে।
সব ব্লক এলাকায় এবং পুর এলাকায় যাওয়া হবে। কারণ তৃণমূল কংগ্রেসের কাছে মানুষ হলো মূল ইস্যু। আর মানুষের সমস্যা নিয়েই ময়দানে যাবে তৃণমূল কংগ্রেস। তিনি আরো বলেন এ ধরনের কর্মসূচি রাজ্যের মানুষ অবশ্যই গ্রহণ করবে। কারণ রাজ্যের মানুষ ইতিমধ্যে তৃণমূল কংগ্রেস মুখী হয়ে গেছে বলে অভিমত ব্যক্ত করেন সুস্মিতা দেব। এদিকে তৃণমূল কংগ্রেসের রাজ্য আহবায়ক সুবল ভৌমিক জানান, সবগুলি নির্বাচন লড়বে তৃণমূল কংগ্রেস। ইতিমধ্যে নির্বাচনের প্রস্তুতি নিতে চলেছে তৃণমূল কংগ্রেস। ত্রিপুরায় বিজেপি প্রতিষ্ঠিত হওয়ার পর মানুষের অবস্থা করুন। গত তিন মাস ধরে লাগাতার আক্রান্ত হচ্ছে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা। আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে এটা বিজেপি’র কৌশল বলে চলে। যেহেতু বিজেপি সাড়ে তিন বছরে ফেল করেছে। মানুষকে কিছু দিতে পারেনি। প্রতিশ্রুতি পর্যন্ত তারা রাখতে পারেনি বিজেপি সরকার। তাই মানুষকে কৈফিয়ত দিতে না পেরে মানুষের দৃষ্টি অন্য দিকে ঘুরিয়ে দিতে এই কৌশল নিয়েছে তারা। বিগত তিন মাসে সমস্ত সন্ত্রাসের লক্ষ্যবস্তু তৃণমূল কংগ্রেস। এবং বিজেপি এখন জনরোষে পরে তৃণমূল কংগ্রেসকে মানুষের কাছে যেতে দিচ্ছে না। তাই মানুষের কাছে যেতে ত্রিপুরার জন্য তৃণমূল কংগ্রেস কর্মসূচি নিয়েছে বলে জানান তিনি।