Saturday, April 20, 2024
বাড়িরাজ্যবায়ুদূষণ পরিমাপ করতে উদ্যোগ নিল দূষণ নিয়ন্ত্রণ পরিষদ

বায়ুদূষণ পরিমাপ করতে উদ্যোগ নিল দূষণ নিয়ন্ত্রণ পরিষদ

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২০ অক্টোবর : লক্ষ্মী পুজোয় সারা রাজ্য জুড়ে বাজি পোড়ানো হয়। আর তাতে দুষিত হচ্ছে ভূমণ্ডল। তাতে কতটা বায়ু  ও শব্দ দুষিত হচ্ছে তা পরিমাপ করার কাজে নামে দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ। বুধবার প্রতিবছরের ন্যায় এই পরিমাপ করা হয়। 

 বাতাসে দূষণের পরিমাপ প্রতিদিন করা হয়। তথাপি এই দুই দিনে যে পরিমাণ বাজি ফাটানো হচ্ছে তাতে বায়ুমণ্ডল কতটা দুষিত হচ্ছে তা পরিমাপ করতে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। বায়ু মণ্ডলে দূষণ পরিমাপ করার জন্য বড়দোয়ালী এলাকায় একটি মেশিন বসানো হয়েছে। অপরটি রয়েছে কুঞ্জবন স্থিত প্রধান কার্যালয়ে। এছাড়া গোমতী, ধলাই ও উত্তর জেলায় বায়ু ও শব্দ দূষণের পরিমাপ করা হবে। বুধবার দিনে ও রাতে এই পর্যবেক্ষণ করা হবে। অন্যান্য স্বাভাবিক দিনের তুলনায় দূষণ কতটা বেরেছে তা পরিমাপ করতেই এই ব্যবস্থা। তবে এই বছর লক্ষ্মী পুজায় বৃষ্টি থাকায় বাজি ফাটানো তুলনা মূলক কম। এই রিপোর্ট রাজ্য সরকারের কাছে প্রদান করা হবে। প্রতিদিন কি পরিমাণে দূষণ হচ্ছে তা যাতে সাধারন মানুষ দেখতে পায় শহরের দুটি স্থানে ডিজিটাল ডিসপ্লে লাগানো হয়েছে বলে জানান ত্রিপুরা দূষণ নিয়ন্ত্রন পর্ষদের জে এস এ- রাজীব পাল।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য