নয়াদিল্লি, ২৮ এপ্রিল (হি.স.): তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী হওয়ায় গরমে নাজেহাল দেশের বিভিন্ন রাজ্য। অসহ্য গরমে কাহিল হয়ে পড়েছে রাজধানী দিল্লি, জ্বালাপোড়া গরম মহারাষ্ট্র, গুজরাট ও রাজস্থানে। দীর্ঘদিন বৃষ্টি না হওয়ার কারণেই এই পরিস্থিতি। গরমে হাঁসফাঁস করছে হরিয়ানা, চণ্ডীগড়, বিহার, ঝাড়খণ্ড, মধ্যপ্রদেশও। ওডিশাতেও মাত্রাতিরিক্ত গরম। আগামী ৫ দিন এমনই থাকবে আবহাওয়া, তারপর নামতে পারে তাপমাত্রার পারদ। ভারতীয় আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ৫ দিন পূর্ব, মধ্য ও উত্তর-পশ্চিম ভারতে তাপপ্রবাহ থাকবে। ২৯ এপ্রিল ধুলোঝড়ের সম্ভাবনা রয়েছে উত্তর ভারতে। মে মাসের শুরুতে কমতে পারে তাপমাত্রার পারদ।
দেশের বিভিন্ন রাজ্যে গত কয়েকদিন ধরেই তাপমাত্রার ঊর্ধ্বমুখী। কোথাও কোথাও ৪০ থেকে ৪২ ডিগ্রির ঊর্ধ্বে পৌঁছে গিয়েছে তাপমাত্রার পারদ। দিল্লিতে এই মুহূর্তে জারি রয়েছে হলুদ সতর্কতা, বৃহস্পতিবার দিল্লির সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৩ ডিগ্রি সেলসিয়াস। গুজরাটের সৌরাষ্ট্র ও কচ্ছ জেলার মানুষজনও গরমে নাজেহাল। রাজস্থান ও মধ্যপ্রদেশও গরমের দাপটে হাঁসফাঁস করছে। মরুরাজ্য রাজস্থানের জয়সেলমের-এ চাঁদিফাটা রোদ্দুর, মাত্রাতিরিক্ত গরমে দুপুরের দিকে বাইরে বেরোতে ভয় পাচ্ছেন মানুষজন। তাপপ্রবাহে জর্জরিত ওডিশা ও পশ্চিমবঙ্গও।