কার্বি আংলং, ২৮ এপ্রিল (হি.স.) : উত্তর-পূর্বাঞ্চলে শান্তি প্রতিষ্ঠার কাজ দ্রুত গতিতে চলছে। এ জন্য ডাবল ইঞ্জিনের সরকারের ভূয়সী প্রশংসা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার অসমের কার্বি আংলং-এর ডিফুর জনসভা থেকে প্রধানমন্ত্রী বলেছেন, “যে সমস্ত রাজ্যে ডাবল ইঞ্জিনের সরকার রয়েছে, সেখানে ”সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস এবং সবকা প্রয়াস”-এর চেতনা নিয়ে কাজ করা হয়।” এদিন অসমে স্বাস্থ্যসেবা এবং শিক্ষা সংক্রান্ত প্রকল্পগুলির শিলান্যাস করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, যার মধ্যে রয়েছে ডিফুতে একটি ভেটেরিনারি কলেজ, পশ্চিম কার্বি অ্যাংলং-এ ডিগ্রি কলেজ এবং কোলঙ্গায় কৃষি কলেজ।
প্রধানমন্ত্রী এদিন নিজের বক্তৃতায় বলেছেন, “গত বছর কার্বি আংলং থেকে বেশ কয়েকটি সংগঠন শান্তি ও উন্নয়নের সংকল্পে যোগ দিয়েছে। বোডো অ্যাকর্ড ২০২০ সালে স্থায়ী শান্তির জন্য নতুন দরজা খুলেছে। সম্প্রতি অসমের ২৩টি জেলা থেকে সশস্ত্র বাহিনী (বিশেষ ক্ষমতা) আইন প্রত্যাহার করা হয়েছে। আমরা সর্বোত্তম আইন-শৃঙ্খলার ফলে উত্তর-পূর্বের অনেক এলাকা থেকে আফস্পা সরিয়ে দিয়েছি।” প্রধানমন্ত্রী আরও বলেছেন, “সবকা সাথ, সবকা বিকাশ”-এর চেতনায় এখন সীমান্ত সংক্রান্ত সমস্যার সমাধান খোঁজা হচ্ছে। অসম এবং মেঘালয়ের মধ্যে সাম্প্রতিক চুক্তিটি অন্যদেরও উৎসাহিত করবে।”