নয়াদিল্লি, ১২ অক্টোবর (হি.স.): বিগত ৭ বছরে দেশের প্রায় ৬০ কোটি দরিদ্র মানুষের যত্ন নেওয়া হয়েছে। তাঁরা নিশ্চিন্ত কারণ, তাঁরা মনে করছেন কেউ তো তাঁদের পাশে রয়েছে। মঙ্গলবার জাতীয় মানবাধিকার কমিশনের ২৮ তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠান কর্মসূচিতে এই মন্তব্য করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
এদিন ভার্চুয়ালি জাতীয় মানবাধিকার কমিশনের প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠান কর্মসূচিতে অংশ নেন স্বরাষ্ট্রমন্ত্রী।প্রধানমন্ত্রী এই অনুষ্ঠানে বক্তব্য রাখার প্রাক্কালে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, “বিগত ৭ বছরে প্রায় ৬০ কোটি দরিদ্র মানুষের যত্ন নেওয়া হয়েছে, তাঁরা আশ্বস্ত হয়েছেন কেউ তো তাঁদের পাশে রয়েছে। ১০ কোটি মহিলাদের শৌচালয় দেওয়া হয়েছে, প্রায় ৪ কোটি বাড়িতে বিদ্যুতের সুবিধা দেওয়া হয়েছে।”