Wednesday, April 17, 2024
বাড়িজাতীয়প্রধানমন্ত্রীর নতুন উপদেষ্টা অমিত খারে, দু'বছরের জন্য এই পদে নিয়োগ

প্রধানমন্ত্রীর নতুন উপদেষ্টা অমিত খারে, দু’বছরের জন্য এই পদে নিয়োগ

নয়াদিল্লি, ১২ অক্টোবর (হি.স.): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নতুন উপদেষ্টা হিসেবে নিযুক্ত হলেন তথ্য ও সম্প্রচার এবং শিক্ষা মন্ত্রকের প্রাক্তন সচিব অমিত খারে। ১৯৮৫ ব্যাচের আইএএস অফিসার অমিত খারে গত ৩০ সেপ্টেম্বর শিক্ষা মন্ত্রকের সচিবের পদ থেকে অবসর নিয়েছেন। মঙ্গলবার খারেকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা পদে নিয়োগের অনুমোদন দিয়েছে মন্ত্রিপরিষদের নিয়োগ কমিটি।

তাঁকে দু’বছরের জন্য এই পদে নিয়োগ করা হয়েছে।২০২০ সালের জাতীয় শিক্ষা নীতির ক্ষেত্রে তো বটেই, ডিজিটাল মিডিয়ার নিয়মে আমূল পরিবর্তন আনার ক্ষেত্রে খেরের ভূমিকা ছিল অনবদ্য। মন্ত্রিপরিষদের প্রাক্তন সচিব পিকে সিনহা এবং প্রাক্তন সচিব অমরজিৎ সিং এ বছরই প্রধানমন্ত্রীর উপদেষ্টার পদ থেকে অব্যাহতি নেন। তার পরই খারেকে উপদেষ্টা হিসেবে নিয়োগ করা হল।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য