Friday, November 22, 2024
বাড়িজাতীয়দিল্লিতে ধৃত পাক নাগরিক, পাঠানো হল ১৪-দিনের পুলিশ হেফাজতে

দিল্লিতে ধৃত পাক নাগরিক, পাঠানো হল ১৪-দিনের পুলিশ হেফাজতে

নয়াদিল্লি, ১২ অক্টোবর (হি.স.): রাজধানী দিল্লিতে একে-৪৭ রাইফেল, হ্যান্ড গ্রেনেড ও অন্যান্য অস্ত্র-সহ একজন পাকিস্তানি নাগরিককে গ্রেফতার করল দিল্লি পুলিশের স্পেশাল সেল। পূর্ব দিল্লির লক্ষ্মী নগর এলাকার রমেশ পার্ক থেকে গ্রেফতার করা হয়েছে ওই পাক নাগরিককে। ধৃত পাক নাগরিকের নাম মহম্মদ আশরাফ ওরফে আলি।

 তার বাড়ি পাকিস্তানের পঞ্জাব প্রদেশে। মঙ্গলবার বিকেলে দিল্লির পাটিয়ালা হাউস আদালতে তোলা হয় ওই পাক নাগরিককে, তাঁকে ১৪-দিনের জন্য পুলিশ হেফাজতে পাঠানোর জন্য নির্দেশ দিয়েছেন বিচারপতি।মঙ্গলবার সকালে ডেপুটি কমিশনার অফ পুলিশ (স্পেশাল সেল) প্রমোদ সিং কুশওয়া জানিয়েছেন, ধৃত পাকিস্তানি নাগরিকের নাম মহম্মদ আশরাফ ওরফে আলি। বাড়ি পাকিস্তানের পঞ্জাব প্রদেশে। জাল নথির মাধ্যমে ভারতীয় পরিচয়পত্র তৈরি করেছিল সে। দিল্লি পুলিশ জানিয়েছে, ভারতীয় পরিচয়পত্র তৈরি করে দিল্লিতেই থাকত সে। তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে একে-৪৭ রাইফেল, একটি অতিরিক্ত ম্যাগাজিন, ৬০ রাউন্ড গুলি, একটি হ্যান্ড গ্রেনেড, ৫০ রাউন্ড গুলি-সহ দু’টি পিস্তল ও অন্যান্য অস্ত্র। অবৈধ কার্যকলাপ (প্রতিরোধ) আইন, বিস্ফোরক আইন এবং অস্ত্র আইনে আশরাফকে গ্রেফতার করা হয়েছে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য