Sunday, February 16, 2025
বাড়িজাতীয়এয়ার ইন্ডিয়া অধিগ্রহণ করছে টাটা সন্স

এয়ার ইন্ডিয়া অধিগ্রহণ করছে টাটা সন্স

নয়াদিল্লি, ৮ অক্টোবর (হি.স.): নিলামে সর্বোচ্চ দর হেকে এয়ার ইন্ডিয়া অধিগ্রহণ করছে টাটা সন্স । নিলামে তারা পিছনে ফেলেন স্পাইসজেটকে । এর ফলে ৬৭ বছর পর ফের এয়ার ইন্ডিয়া টাটাদের হাতেই ফিরে এল।
গত বেশ কয়েক বছর ধরে দেনার ভারে জর্জরিত এয়ার ইন্ডিয়া।

উপায় হিসাবে তাই বিলগ্নিকরণেই আস্থা ছিল কেন্দ্রের। কেন্দ্রীয় সরকার গত সপ্তাহের শুরুতে এয়ার ইন্ডিয়ার দরপত্র মূল্যায়ন শুরু করে। সূত্রের খবর, নিলামে দ্বিতীয় স্থানে ছিলেন স্পাইসজেটের প্রধান অজয় সিং। তাদের দরপত্র ছিল প্রায় ১৫ হাজার ১০০ কোটি টাকা। শুক্রবার প্রায় ১৮ হাজার কোটি টাকা দর হেকে রাষ্ট্রায়ত্ত্ব বিমান সংস্থাকে কিনে নিল টাটা গ্রুপ। এদিন বিকেল ৪টের সময় সাংবাদিক সম্মেলন করে সরকারের পক্ষ থেকে এই খবর জানানো হয়।উল্লেখ্য, ১৯৩২ সালে ভারত স্বাধীন হওয়ার আগে টাটা গোষ্ঠী এয়ার ইন্ডিয়াকে কিনে নেয়। তখন তার নাম ছিল টাটা এয়ারলাইন্স। এরপর ১৯৫৩ সালে এয়ার ইন্ডিয়া রাষ্ট্রায়ত্ত সংস্থা হয়। ৬৭ বছর পর ফের তা টাটাদের হাতেই ফিরে এল।–

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য