Thursday, January 16, 2025
বাড়িজাতীয়তৃতীয়বার ক্ষমতায় আসা নিয়ে আত্মবিশ্বাসী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি !

তৃতীয়বার ক্ষমতায় আসা নিয়ে আত্মবিশ্বাসী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি !

স্যন্দন ডিজিটেল ডেস্ক,১৮ ফেব্রুয়ারি  :  অন্য দেশগুলোও জানে, ক্ষমতায় ফিরবে মোদিই। লোকসভা নির্বাচনের আগে দলীয় অধিবেশনে এই কথাই ঘোষণা করলেন প্রধানমন্ত্রী। বক্তৃতায় জানিয়ে দিলেন, দাপট দেখিয়ে তৃতীয়বারের জন্য ক্ষমতায় আসবে এনডিএ ।

রবিবার দিল্লিতে জাতীয় অধিবেশনে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । সেখানেই তাঁর মুখে শোনা যায়, “নির্বাচন হতে এখনও বাকি। কিন্তু এখনই অন্য দেশগুলো থেকে আমাকে আমন্ত্রণ জানানো হচ্ছে। জুলাই, আগস্ট, সেপ্টেম্বর মাসে আমাকে বিদেশে ডাকছে। এর অর্থ কী দাঁড়ায়? তার মানে বিশ্বের নানা প্রান্তের সমস্ত দেশের মানুষ জানে, কেন্দ্রে ক্ষমতায় আসবে বিজেপি । তারা জানে, আয়েগা তো মোদি হি।”

 তৃতীয়বার ক্ষমতায় আসা নিয়ে আত্মবিশ্বাসী প্রধানমন্ত্রী। এনডিএ জোট যেন ৪০০র বেশি আসন জিততে পারে, সেই নিয়ে বিশেষ নির্দেশও দেন দলীয় কর্মীদের। কিন্তু ক্ষমতা ভোগের জন্য মোটেই সরকার গড়তে চান না মোদি। আসলে দেশের জন্য কাজ করাই মূল উদ্দেশ্য। মোদির কথায়, “যদি নিজের ঘরের কথা ভাবতাম তাহলে দেশের কোটি কোটি মানুষের জন্য ঘর বানাতে পারতাম না।”

লোকসভা নির্বাচনের আগে বিজেপি কর্মীদের জন্য ১০০ দিনের লক্ষ্যমাত্রা বেঁধে দিয়েছেন প্রধানমন্ত্রী। আগামী ১০০ দিনের মধ্যে নতুন ভোটার থেকে শুরু করে সমস্ত স্তরের মানুষের কাছে পৌঁছতে হবে গেরুয়া শিবিরের কর্মীদের। আগামী পাঁচ বছরের জন্য মানুষ যেন বিজেপিকেই ভরসা করেন, তাঁদের আস্থা অর্জন করতে হবে। মোদির মতে, ভারতের জন্য আগামী ৫টি বছর খুবই গুরুত্বপূর্ণ। কারণ এই সময়ের মধ্যেই উন্নত রাষ্ট্র হিসাবে আত্মপ্রকাশ করবে ভার‍ত।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য