Sunday, July 27, 2025
বাড়িরাজ্যজাতির জন্য মধ্যস্ততা - ৯০ দিনের বিশেষ প্রচার শুরু হয়েছে রাজ্যেও

জাতির জন্য মধ্যস্ততা – ৯০ দিনের বিশেষ প্রচার শুরু হয়েছে রাজ্যেও

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ১৫ জুলাই : জাতির জন্য মধ্যস্ততা – ৯০ দিনের বিশেষ প্রচার দেশের অন্য রাজ্যগুলির সঙ্গে ত্রিপুরায়ও গত ১ জুলাই থেকে শুরু হয়েছে। আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত চলবে। বিশেষ অভিযানের অঙ্গ হিসেবে রাজ্য আইনসেবা কর্তৃপক্ষ সচেতনতা বাড়াতে লিফলেট বিলি করছে। কারণ বিকল্প বিরোধ নিষ্পত্তির একটি স্বীকৃত পদ্ধতি হচ্ছে মধ্যস্থতা। কোনও বিরোধের উভয়পক্ষ তাদের পছন্দের মধ্যস্থতাকারীর মাধ্যমে নিষ্পত্তির জন্য একই টেবিলে নিয়ে আসে।

রাজ্যে প্রত্যেক জেলায় একটি করে মিডিয়েশন সেন্টার এবং ত্রিপুরা হাইকোর্ট সহ মোট ৯ টি মিডিয়েশন সেন্টার

রয়েছে। মঙ্গলবার রাজ্য আইন সেবা কর্তৃপক্ষের সদস্য সচিব ঝুমা দত্ত চৌধুরী সাংবাদিক সম্মেলন করে এই কথা বলেন।

তিনি বলেন, মিডিয়েশন অ্যান্ড কনসিলিয়েশন প্রজেক্ট কমিটি সহযোগিতায় ত্রিপুরা রাজ্য আইনসেবা কর্তৃপক্ষ বিচারক এবং আইনজীবী ছাড়াও সমাজের বিভিন্ন অংশের প্রতিনিধিদের মিডিয়েশন বা মধ্যস্থতার প্রশিক্ষণ দিয়েছে। বিভিন্ন ধর্মীয় গোষ্ঠী, অবসরপ্রাপ্ত আমলা, সমাজকর্মী, সম্প্রদায়ের নেতা, শিক্ষক, চিকিৎসা পেশাদার, সাংবাদিক, ব্যবসায়িক সহযোগী, আশা এবং অঙ্গনওয়াড়ি কর্মী ইত্যাদির অংশগ্রহণকারীদের প্রশিক্ষণ দিয়েছে। জাতির জন্য মধ্যস্থতা বিশেষ মধ্যস্থতা অভিযানে যে সব মামলা নিষ্পত্তির জন্য মাধ্যস্ততাকারীদের কাছে পাঠানো হচ্ছে সেগুলি হলো দাম্পত্য সংক্রান্ত বিরোধ, দুর্ঘটনার ক্ষতিপূরণ দাবি, গার্হস্থ্য হিংসতা সংক্রান্ত মামলা, বাণিজ্যিক বিরোধ, চাকরি সংক্রান্ত বিষয়, অপরাধমূলক আপোষযোগ্য মামলা, ভোক্তা সংক্রান্ত বিরোধ, ঋণ আদায়, সম্পত্তি বিভাজন, উচ্ছেদ সংক্রান্ত মামলা, ভূমি অধিগ্রহণ সংক্রান্ত মামলা এবং অন্যান্য উপযুক্ত দেওয়ানি মামলা। তিনি আরো বলেন, বিশেষ অভিযানের গুরুত্বপূর্ণ দিকগুলি হল যে মধ্যস্ততাকারী ৪০ দিনের প্রশিক্ষণ নিয়েছেন তারাই কেবল মধ্যস্ততা করবেন। সপ্তাহের সাতদিনের মধ্যে মামলায় পক্ষ-বিপক্ষের সুবিধা অনুযায়ী তারিখ দেওয়া হবে।

 কোনও পক্ষ অনলাইনে হাজির হতে চাইলে তারও সুবিধা থাকবে। মধ্যস্ততা অফলাইন বা অনলাইন বা হাইব্রিড পদ্ধতিতে হতে পারে। বিশেষ অভিযানে রাজ্যের বিভিন্ন আদালতগুলি থেকে গত ৯ জুলাই পর্যন্ত পশ্চিম ত্রিপুরায় ৯৪ টি মামলা, উনকোটি জেলায় ৬৮ মামলা, উত্তর ত্রিপুরায় ১৮ টি মামলা, গোমতী জেলায় ১৯৩ মামলা, খোয়াই জেলায় ৬৮ টি মামলা, সিপাহিজলা জেলায় ৯৮ টি মামলা, ধলাই জেলায় ১০৪ টি মামলা এবং দক্ষিন ত্রিপুরায় ৩৫৩ টি মামলা মিডিয়েশন কেন্দ্রগুলিতে পাঠানো হয়েছে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য

error: <b>Alert: </b>Content selection is disabled!!