স্যন্দন ডিজিটেল ডেস্ক,১৮ ফেব্রুয়ারি : লোকসভা ভোটের আগে মেয়াদ বাড়ল বিজেপি সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার । আগামী জুন মাস পর্যন্ত পদে থাকবেন নাড্ডাই। রবিবার দিল্লিতে দলের রাষ্ট্রীয় অধিবেশন থেকে এই ঘোষণা করেছেন প্রাক্তন সর্বভারতীয় সভাপতি তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নাড্ডার দায়িত্বে দেশের বিভিন্ন রাজ্যে বিজেপির পারফরম্যান্স দারুণ বলে উল্লেখ করেছেন শাহ। তাই চব্বিশের লোকসভা ভোটে লড়াইয়ের ময়দানে নামতে চায় বিজেপি
২০১৯ সালে লোকসভা নির্বাচনে অমিত শাহ জিতে স্বরাষ্ট্রমন্ত্রী হওয়ার পর বিজেপি সর্বভারতীয় সভাপতির পদ থেকে ইস্তফা দেন। বিজেপির সর্বভারতীয় সভাপতির দায়িত্বে আসেন জগৎপ্রকাশ নাড্ডা। তখন সাময়িকভাবে তাঁকে পদে আনা হলেও ২০২০ সালে দলের তরফে ঘোষণা করা হয়, আগামী ৫ বছর নাড্ডাই এই দায়িত্বে থাকবেন। সেই অনুযায়ী, জানুয়ারিতেই তাঁর মেয়াদ শেষ হওয়ার কথা। কিন্তু পারফরম্যান্সের ভিত্তিতে নাড্ডাকে সামনে রেখেই লোকসভা নির্বাচনে লড়তে চায় বিজেপি। তাই তাঁর মেয়াদ জুন পর্যন্ত বাড়ানোর কথা ঘোষণা করা হয়েছে।
এদিন বিজেপি সর্বভারতীয় সভাপতির মেয়াদবৃদ্ধির কথা ঘোষণা করতে গিয়ে অমিত শাহ স্পষ্ট বলেন, ”জে পি নাড্ডার নেতৃত্বে আমরা বিহারে সবচেয়ে ভালো ফল করতে পেরেছি। NDA মহারাষ্ট্রে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছি। গুজরাটে বিপুল জয় পেয়েছি। আসন্ন নির্বাচনে আমরা ৩৭০ আসন পেরিয়ে যাব। আর এনডিএ জোট ৪০০ পেরবে, সে ব্যাপারে আমি আশাবাদী।”