Sunday, July 27, 2025
বাড়িরাজ্যঠিকেদারি বাণিজ্য নিয়ে কৈলাশহরে শাসক দলের দুই গোষ্ঠীর মধ্যে হাতাহাতি

ঠিকেদারি বাণিজ্য নিয়ে কৈলাশহরে শাসক দলের দুই গোষ্ঠীর মধ্যে হাতাহাতি

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ১৫ জুলাই : ঠিকেদারি বাণিজ্য নিয়ে দীর্ঘ দিন ধরে কৈলাশহরে শাসক দলের দুই গোষ্ঠীর মধ্যে কোন্দল চলছিল। এই গোষ্ঠী কোন্দলের জেরে কিছুদিন পূর্বে ঠিকেদার আব্দুল মান্নানের একটি গাড়িতে রাতের বেলায় অগ্নিসংযোগ করে দুষ্কৃতিরা। তার পূর্বেও আব্দুল মান্নানের একটি গাড়ি আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়। তবে এতদিন এক গোষ্ঠী কোন্দল চাপা থাকলেও, এইবার প্রকাশ্যে চলে আসল এই গোষ্ঠী কোন্দল।

মঙ্গলবার ঠিকেদার আব্দুল মান্নানের বাড়িতে রীতিমতো পরিকল্পনা করে হামলা চালায় এক দল দুষ্কৃতি। ইট পাটকেল মদের বোতল দিয়ে ঢিল ছোঁরা হয় আব্দুল মান্নানের বাড়িতে দুষ্কৃতিদের ছুড়া ঢিলে আব্দুল মান্নানের ঘরের কাচের জানালা ভেঙ্গে যায়। ঘটনার সময় আব্দুল মান্নান বাড়িতে আসছিল। সেই সময় দুষ্কৃতিরা প্রাণ নাশের উদ্দেশ্যে আব্দুল মান্নানের চলতি বাইকের উপর হামলা চালায়। তারপর বেধড়ক ভাবে মারধর করা হয় আব্দুল মানানকে।

কোনক্রমে আব্দুল মান্নান দৌড়ে নিজ ঘরে গিয়ে আশ্রয় নেয়। তখন দুষ্কৃতিরা আব্দুল মান্নানের ঘরে প্রবেশ করার চেষ্টা করে। নিরুপায় হয়ে আব্দুল মান্নান ধারালো দা নিয়ে ঘর থেকে বের হন। আব্দুল মান্নানের ছেলেও ঘর থেকে বের হয়। দুষ্কৃতিরা আব্দুল মান্নানের ছেলের উপর আক্রমণের চেষ্টা করে। আব্দুল মান্নান ধারালো দা নিয়ে এগিয়ে গেলে দুষ্কৃতিরা পিছু হাটে। তারপর ফের একবার দুষ্কৃতিরা আব্দুল মান্নানের উপর হামলার চেষ্টা করে। তখন একদিকে আব্দুল মান্নান নিজ বাড়িতে থাকা পাথর দিয়ে ঢিল ছুড়তে থাকে। অপরদিকে প্রতিবেশীরা ঘর থেকে বের হয়ে প্রতিবাদ জানায়। দুষ্কৃতিরা তখন আব্দুল মান্নানের প্রতিবেশী মহিলাদের উপর হামলা চালায়। আক্রান্ত আব্দুল মান্নান জানান দুষ্কৃতিদের সকলের নাম তিনি বলতে পারবেন। দুষ্কৃতিদের সকলের ছবি ওনার বাড়িতে থাকা সিসি ক্যামেরায় রয়েছে।

ঘটনার খবর পেয়ে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে ছুটে যায়। দুষ্কৃতিরা পুলিশের সামনে আব্দুল মান্নানের উপর হামলার চেষ্টা করে। এই ঘটনায় আহত হয় আব্দুল মান্নান সহ বেশ কয়েকজন। তাদেরকে দমকল বাহিনীর কর্মীরা ঊনকোটি জেলা হাসপাতালে নিয়ে যায়। এইদিকে আব্দুল মান্নানকে ঊনকোটি জেলা হাসপাতালে নিয়ে যাওয়ার পর দুষ্কৃতিরা পুনঃরায় ঊনকোটি জেলা হাসপাতালে গিয়ে আব্দুল মান্নানের উপর হামলা চালায়। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় হাসপাতাল চত্বরে। খবর পেয়ে হাসপাতাল চত্বরে ছুটে যায় পুলিশ। এইদিনের ঘটনাকে কেন্দ্র করে ঊনকোটি জেলা হাসপাতাল চত্বর সহ কৈলাশহর জুড়ে চাঞ্চল্য বিরাজ করছে। এখন দেখার পুলিশ নিজেদের মেরুদণ্ড সোজা রেখে নিরপেক্ষ ভূমিকা পালন করে কিনা।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য

error: <b>Alert: </b>Content selection is disabled!!