স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৮ ফেব্রুয়ারি : মায়ের দর্শন করে ঘরে ফিরছিলেন নব গৃহবধূ দেবাদ্রিতা চৌধুরী ও তার স্বামী। আগরতলা সূর্য চৌমহনি এলাকায় তাদের বাড়ি। কিন্তু মাঝপথে ঘটে গেল ভয়াবহ দুর্ঘটনা। ঘটনাস্থলে মৃত্যু হল ২৮ বছর বয়সী নব গৃহবধুর দেবাদ্রিতার। ঘটনার বিবরণে জানা যায়, ত্রিপুরেশ্বরী মন্দির থেকে মায়ের দর্শন করে গৃহবধূ দেবাদ্রিতা চৌধুরী ও তার স্বামী আগরতলা ফিরছিলেন। কিন্তু বাগমা আসার পর তাদের গাড়ির সাথে অন্য আরেকটি গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনায় নব গৃহবধূ ও তার স্বামী আটকে পড়ে গাড়িতে।
স্থানীয়রা ছুটে এসে তড়িঘড়ি গাড়ির দরজা ভেঙে তাদের বের করে হাসপাতাল নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক গৃহবধূকে মৃত বলে ঘোষণা করেন। গৃহবধূর স্বামী আদিত্য সাহারও অবস্থা আশঙ্কাজনক। তার চিকিৎসা চলছে। অপর গাড়ি চালক সমীর রায় ও তার স্ত্রী লক্ষ্মী সাহাও গুরুতর আহত হয়েছে দুর্ঘটনায়। তাদের রেফার করা হয়েছে জিবি হাসপাতালে। জানা যায় আহত বাকী দুজনের নাম উৎপল সাহা ও রানা সূত্রধর বলে জানান চিকিৎসক।ঘটনায় শোকের ছায়া নেমে আসে হাসপাতাল চত্বরে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে গাড়ি দুটি আটক করে ঘটনা তদন্ত শুরু করেছে। তবে জাতীয় সড়কে পুলিশ প্রশাসনের নিয়মিত টহলদারি ও নাকা পয়েন্টের অভাবে যান দুর্ঘটনা ক্রমশ বেড়ে চলেছে, সেটা আর বলার অপেক্ষা রাখে না।