ঋষিকেশ, ৭ অক্টোবর (হি.স.): দেশের প্রতিটি জেলায় কমপক্ষে একটি মেডিক্যাল কলেজ নিশ্চিত করতে চায় কেন্দ্র। জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার উত্তরাখণ্ডের ঋষিকেশ এইমস-এ আয়োজিত একটি অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেছেন, গোটা দেশে ৬টি এইমস থেকে এখন ২২টি এইমস-এর নেটওয়ার্ক তৈরি হয়েছে।
আমাদের সরকার দেশের প্রতিটি জেলায় অন্তত একটি মেডিক্যাল কলেজ নিশ্চিত করতে চায়। বৃহস্পতিবার দেশকে ৩৫টি প্রেসার সুইং অ্যাডসর্পশন (পিএসএ) অক্সিজেন প্লান্ট উৎসর্গ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী কেয়ারস ফান্ড-এর অধীনে তৈরি করা হয়েছে এই ৩৫টি অক্সিজেন প্লান্ট। এদিন ঋষিকেশ এইমস-এ আয়োজিত অনুষ্ঠানে দেশের ৩৫টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে ৩৫টি প্রেসার সুইং অ্যাডসর্পশন (পিএসএ) অক্সিজেন প্লান্ট উৎসর্গ করেছেন প্রধানমন্ত্রী। মোদী এদিন জানিয়েছেন, বিগত কয়েক মাসে, ১,১০০ অক্সিজেন প্লান্ট তৈরি করা হয়েছে, যেগুলির কাজ চলছে। আজ দেশের সমস্ত জেলা পিএসএ অক্সিজেন প্লান্টের আওতায় চলে এল।