Thursday, November 21, 2024
বাড়িজাতীয়লখিমপুর খেরি হিংসায় ধৃত দুই অভিযুক্ত, খোঁজ মিলছে না কেন্দ্রীয় মন্ত্রীর ছেলের

লখিমপুর খেরি হিংসায় ধৃত দুই অভিযুক্ত, খোঁজ মিলছে না কেন্দ্রীয় মন্ত্রীর ছেলের

লখনউ, ৭ অক্টোবর (হি.স.): উত্তর প্রদেশের লখিমপুর খেরিতে হিংসা মামলায় দুই অভিযুক্তকে গ্রেফতার করল উত্তর প্রদেশ পুলিশ। বৃহস্পতিবার উত্তর প্রদেশ পুলিশ জানিয়েছে, লখিমপুর খেরি হিংসা মামলায় লবকুশ ও আশিষ পান্ডেকে নামে দুই অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে।

একইসঙ্গে পুলিশ জানিয়েছে, খোঁজ পাওয়া যাচ্ছে না কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় কুমার মিশ্রর ছেলে আশিষের। এই হিংসা মামলায় আশিষকে ৮ অক্টোবর (শুক্রবার) পুলিশের কাছে হাজিরা দেওয়ার জন্য এদিন কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর বাড়ির বাইরে নোটিশ সাঁটিয়ে এসেছে উত্তর প্রদেশ পুলিশ।

উল্লেখ্য, গত ৩ অক্টোবর উত্তর প্রদেশের লখিমপুর খেরিতে কৃষকদের আন্দোলন চলাকালীন একটি গাড়ির চাকায় পিষ্ট হয়ে ৪ জন কৃষকের মৃত্যু হয়। গোলমালে আরও ৪ জন-সহ মোট ৮ জনের মৃত্যুর ঘটনা ঘটে। ঘটনায় নাম জড়িয়ে যায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় মিশ্র টেনি এবং তাঁর ছেলের। উত্তরপ্রদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বড়সড় প্রশ্ন উঠে যায়। বিরোধীদের লাগাতার আক্রমণ করছে যোগী আদিত্যনাথ সরকারকে। এমতাবস্থায় হিংসা মামলায় গ্রেফতার করা হল দুই অভিযুক্তকে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য