নয়াদিল্লি, ৭ অক্টোবর (হি.স.): করোনা-সংক্রান্ত বিধিনিষেধ আরও ৬ মাসের জন্য বাড়িয়ে দিল ভারতীয় রেল মন্ত্রক। নতুন নির্দেশিকা অনুযায়ী, বিধিনিষেধের এই ৬ মাস রেল চত্বরে অথবা ট্রেনে মাস্ক না পরলেই জরিমানা করা হবে ৫০০ টাকা।
ভারতে করোনাভাইরাসের সংক্ৰমণ আগের তুলনায় অনেকটা কমলেও, পুরোপুরি নির্মূল হয়নি। তাই করোনার আগ্রাস রুখতে ফের বিধিনিষেধ বাড়াল রেল।বৃহস্পতিবার রেল মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, আরও ৬ মাসের জন্য বাড়ানো হয়েছে করোনা-সংক্রান্ত বিধিনিষেধ। এই সময়ে রেল চত্বরে অথবা ট্রেনে মাস্ক না পরলেই জরিমানা করা হবে ৫০০ টাকা। পাশাপাশি উৎসবের সময়ে করোনা-সতর্কতা মেনে চলতেও বলা হয়েছে।