Thursday, July 3, 2025
বাড়িজাতীয়নিষিদ্ধ সংগঠন পিএফআইয়ের ১৫ সদস্যকে মৃত্যুদণ্ড দিল কেরলের আদালত

নিষিদ্ধ সংগঠন পিএফআইয়ের ১৫ সদস্যকে মৃত্যুদণ্ড দিল কেরলের আদালত

স্যন্দন ডিজিটেল ডেস্ক, ৩০ জানুয়ারি : নিষিদ্ধ সংগঠন পিএফআইয়ের ১৫ সদস্যকে মৃত্যুদণ্ড দিল কেরলের আদালত। স্থানীয় আরএসএস নেতা রঞ্জিত শ্রীনিবাসনকে খুনের দায়ে এই সাজা পেয়েছে ১৫ জন। উল্লেখ্য, ২০২১ সালের ডিসেম্বর মাসে নিজের বাড়িতে খুন হয়েছিলেন রঞ্জিত।


নিজের বাড়িতে ফেরার পথে অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীদের হাতে খুন হন সোশাল ডেমোক্র্যাটিক পার্টি অফ ইন্ডিয়ার নেতা কে এস শান। তার পরেই উত্তপ্ত হয়ে ওঠে কেরলের স্থানীয় রাজনীতি। শানের মৃত্যুর কয়েকঘণ্টার মধ্যেই রঞ্জিতের বাড়িতে হামলা চালায় পিএফআই ও এসডিপিআইয়ের সদস্যরা।


কেরল বিজেপির ওবিসি মোর্চার রাজ্য সভাপতি তথা আরএসএস নেতার বাড়িতে চড়াও হয়ে তাঁর গোটা পরিবারকে হেনস্তা করে আততায়ীরা। মা, স্ত্রী ও শিশুসন্তানের সামনেই নৃশংসভাবে তরোয়াল দিয়ে কুপিয়ে খুন করা হয় রঞ্জিতকে। তার পরেই গ্রেপ্তার হয় পিএফআইয়ের সদস্যরা।

গত ২০ জানুয়ারি ১৫ জন অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে কেরলের মাভেলিকারার অ্যাডিশনাল সেশনস কোর্ট। তার পরেই দোষীদের জন্য সর্বোচ্চ সাজার আবেদন করেন সরকার পক্ষের আইনজীবী। তাঁর মতে, এই ১৫ জন আসলে পেশাদার খুনি। যেভাবে রঞ্জিতকে তাঁর পরিবারের সামনে খুন করা হয়েছিল, সেটা বিরলের মধ্যে বিরলতম অপরাধের সমান। সেই দাবি মেনেই মঙ্গলবার প্রাণদণ্ডের আদেশ দিল কেরলের আদালত।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য

error: <b>Alert: </b>Content selection is disabled!!