Monday, August 11, 2025
বাড়িজাতীয়অপ্রত্যাশিতভাবে ইন্ডিয়া জোটকে হারিয়ে মেয়রের কুরসি ছিনিয়ে নিল বিজেপি

অপ্রত্যাশিতভাবে ইন্ডিয়া জোটকে হারিয়ে মেয়রের কুরসি ছিনিয়ে নিল বিজেপি

স্যন্দন ডিজিটেল ডেস্ক, ৩০ জানুয়ারি : চণ্ডীগড় মেয়র নির্বাচনে বড়সড় চমক। অপ্রত্যাশিতভাবে ইন্ডিয়া জোটকে হারিয়ে মেয়রের কুরসি ছিনিয়ে নিল বিজেপি। জোট বেঁধেও গেরুয়া শিবিরকে হারাতে পারল না আপ এবং কংগ্রেস।

চণ্ডীগড়ের এই নির্বাচনের আগেই জয় ঘোষণা করে দিয়েছিল আম আদমি পার্টি। তাঁদের দাবি ছিল, আপ এবং কংগ্রেস জোট বাঁধছে মানেই এই নির্বাচনে সহজ জয় আসবে ইন্ডিয়া শিবিরে। তেমনটাই হওয়ার কথাও ছিল। ৩৫ আসন বিশিষ্ট এই পুরসভায় আপ মেয়র ও কংগ্রেস ডেপুটি মেয়র পদে লড়াই করেছিল। এখানে আপের ১২ ও কংগ্রেসের ৭ জন কাউন্সিলর রয়েছেন। সেখানে বিজেপির আছে ১৬ জন কাউন্সিলর। ম্যাজিক ফিগার ছিল ১৭। স্বাভাবিকভাবেই ভোটের আগে জয়ের ব্যাপারে নিশ্চিত ছিল বিরোধী শিবির।

প্রথমে এই নির্বাচন হওয়ার কথা ছিল ১৮ জানুয়ারি। সেদিন প্রিসাইডিং অফিসারের অসুস্থতার কারণ দেখিয়ে ভোট বাতিল করা হয়। মঙ্গলবার ফের ভোটগ্রহণ হয়। ভোট গণনার সময় দেখা যায়, বিজেপি ১৭টি এবং বিরোধী শিবির ১৯টি ভোট পেয়েছে। কিন্তু এর পরই বদলে যায় ফলাফল। প্রিসাইডিং অফিসার ৮টি ভোট বাতিল ঘোষণা করে দেন। ফলাফল গিয়ে দাঁড়ায় বিজেপি ১৬ এবং ইন্ডিয়া জোট ১২। বিজেপি প্রার্থী মনোজ সোনকার মেয়র ঘোষিত হন। প্রিসাইডিং অফিসারের সিদ্ধান্তে স্বাভাবিকভাবেই বিতর্ক তৈরি হয়েছে। আপ-কংগ্রেসের দাবি প্রিসাইডিং অফিসারের ভোট বাতিলের সিদ্ধান্ত অনৈতিক। এই সিদ্ধান্তের বিরুদ্ধে তাঁরা পাঞ্জাব ও হরিয়ানা হাই কোর্টের দ্বারস্থ হবেন বলেও জানিয়েছে বিরোধী শিবির।

চণ্ডীগড়ের মেয়র নির্বাচন ছিল বিজেপির ‘প্রেস্টিজ ফাইট’। কারণ, উত্তর ভারতে এই প্রথম সরাসরি ইন্ডিয়া বনাম বিজেপির লড়াই হয়েছে। আর সেই প্রেস্টিজ ফাইটে জিতে শেষ হাসি হাসল গেরুয়া শিবির। বিহারে নীতীশ কুমারের পালটির পর চণ্ডীগড়ের ফলাফল পালটে যাওয়া, দুটোই ইন্ডিয়ার জন্য বিরাট ধাক্কা।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য

error: <b>Alert: </b>Content selection is disabled!!