Saturday, December 13, 2025
বাড়িজাতীয়বর্ষার মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত হিমাচল প্রদেশ।

বর্ষার মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত হিমাচল প্রদেশ।

স্যন্দন ডিজিটেল ডেস্ক, ২ জুলাই : বর্ষার মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত হিমাচল প্রদেশ। পাল্লা দিয়ে বাড়ছে প্রাণহানিও। গত ২০ জুন থেকে শুরু হওয়া বৃষ্টির জেরে ভয়ংকর পরিস্থিতি তৈরি হয়েছে উত্তরের পাহাড়ি এই রাজ্যে। ধস এবং হড়পা বানে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে অন্তত ৫১ জনের। নিখোঁজের সংখ্যা কমপক্ষে ২২। যুদ্ধকালীন তৎপরতায় চলছে উদ্ধার কাজ। তবে বিপদ এখনই কাটছে না। আগামী ৪৮ ঘণ্টা রাজ্যে ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে মৌসম ভবন। ফলে হিমাচল প্রদেশে বিপদ আরও বাড়বে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

হিমাচল প্রদেশের জরুরি অপারেশন সেন্টারের তরফে জানানো হয়েছে, গত ২০ জুন থেকে ১ জুলাই পর্যন্ত রাজ্যে অন্তত ৫১ জনের মৃত্যু হয়েছে। পাশাপাশি, ক্ষতিগ্রস্ত হয়েছে অসংখ্য বাড়িঘরও। ভেসে গিয়েছে বহু গৃহপালিত পশু। প্রবল বৃষ্টি এবং ধসের কারণে সবচেয়ে খারাপ অবস্থা মান্ডি জেলার। সেখানে মৃত্যু হয়েছে ১০ জনের। নিখোঁজ অন্তত ৩৪ জন। গোটা হিমাচল প্রদেশজুড়ে আহতের সংখ্যা কমপক্ষে ১০৩।

প্রবল বৃষ্টিতে ফুলেফেঁপে উঠেছে বিপাশা। মান্ডির পাশাপাশি খারাপ পরিস্থিতি সিমলা এবং কুল্লুরও। কুল্লুতে জাতীয় সড়কের উপর দিয়ে বইছে নদীর জল। জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর একাধিক দল রাজ্যের বিভিন্ন জায়গায় মোতায়েন করা হয়েছে। জোরকদমে চলছে উদ্ধারকাজ। কিন্তু টানা বৃষ্টিতে সেই উদ্ধারকাজও ব্যাহত হচ্ছে। তার মধ্যেই আগামী কয়েকদিন পাহাড়ি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে মৌসম ভবন।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য