স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ২ জুলাই :ফুচকা বিক্রেতার সাথে পরকীয়া প্রেমে জড়িয়ে স্বামীকে খুন করার অভিযোগ উঠল স্ত্রীর বিরুদ্ধে। ঘটনা রাজধানীর টাউন প্রতাপগড় স্থিত মাস্টারপাড়া এলাকায়। মৃত ব্যক্তির নাম হারাধন দেবনাথ এবং অভিযুক্ত স্ত্রীর নাম বাপি মালাকার দেবনাথ। বুধবার এলাকাবাসীর পক্ষ থেকে পশ্চিম আগরতলা থানায় মামলা দায়ের করা হয়। এলাকাবাসীর অভিযোগ, হারাধন দেবনাথ গত পাঁচ বছর আগে বাপি মালাকার দেবনাথ নামে একটি মেয়েকে বিয়ে করে সুখী হতে পারেনি। একটি দুর্ঘটনায় প্রতিবন্ধী ছিলেন হারাধন।
সে গোর্খা বস্তি এলাকায় এক অফিসে কর্মরত ছিল। তার চোখে ধুলো দিয়ে এলাকার এক ফুসকা বিক্রেতার সাথে হারাধনের স্ত্রী বাপি মালাকার প্রেম দীর্ঘদিন ধরে জমে উঠেছিল। আর সেই পরকীয়া যেদিন হারাধনের সামনে আসে সেদিন থেকে সংসারে শুরু হয় অশান্তি। প্রতিনিয়ত স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হতো। এর মধ্যে গত মঙ্গলবার হারাধনের পচা গলা মৃতদেহ উদ্ধার হয় প্রতাপগড় স্থিত বঙ্গেশ্বর নদী থেকে। কিন্তু মৃতদেহ উদ্ধারের তিনদিন আগে থেকে হারাধন নিখোঁজ ছিল বলে স্ত্রী এলাকাবাসীকে বলেছিলেন। মৃতদেহ উদ্ধারের পর জিবি হাসপাতালে গিয়ে স্বামীর মৃতদেহ সনাক্ত করে বাড়ি ফিরেন বাপী মালাকার। তারপর তিনি এলাকাবাসীকে বলেন মৃতদেহ সৎকার করা হয়েছে। কিন্তু পুলিশকে বলেন তিনি কোন তদন্ত চান না। তাতেই সন্দেহবাদে এলাকাবাসীর মনে। এলাকাবাসী বাপি মালাকারের কাছ থেকে আধার কার্ড সহ বিভিন্ন নথিপত্র নিয়ে পশ্চিম আগরতলা থানায় বুধবার একটি মামলা দায়ের করবেন। তাদের ধারণা অভিযুক্ত স্ত্রী পরকীয়ায় হাবুডুবু খেয়ে স্বামীকে খুন করেছে। কারণ অভিযুক্ত স্ত্রী স্বামী হারাধনকে ডিভোর্সের জন্য মারধোর করতো বলে অভিযোগ এলাকাবাসীর। তাই শেষ পর্যন্ত ফুচকা বিক্রেতাকে নিয়ে খুন করেছে বলে এলাকাবাসীর ধারণা। পুলিশের সুষ্ঠু তদন্তে আসল রহস্য বের হয়ে আসবে বলে অভিমত এলাকাবাসীর।

