নয়াদিল্লি, ২৫ জানুয়ারি (হি.স.): আগামী ২৭ জানুয়ারি, বৃহস্পতিবার পঞ্জাব সফরে যাচ্ছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। ভোটমুখী এই রাজ্যে একাধিক কর্মসূচি রয়েছে প্রাক্তন কংগ্রেস সভাপতির। পঞ্জাব কংগ্রেসের প্রদেশ সভাপতি নভজ্যোৎ সিং সিধু মঙ্গলবার টুইট করে জানিয়েছেন, ২৭ জানুয়ারি পঞ্জাবে আসছেন রাহুল গান্ধী। প্রস্তাবিত কর্মসূচি অনুযায়ী অমৃতসরের শ্রী হরমন্দির সাহিবে পূজার্চনা করবেন রাহুল, সেখানে উপস্থিত থাকবেন কংগ্রেসের ১১৭ জন প্রার্থী, ওই ১১৭ জন প্রার্থীর সঙ্গে তিনি যাবেন ভগবান বাল্মীকি তীর্থস্থলে।
সিধু টুইট করে জানিয়েছেন, রাহুল গান্ধীজি ২৭ জানুয়ারি পঞ্জাবে আসছেন, সমস্ত কংগ্রেস কর্মী তাঁকে স্বাগত জানানোর জন্য মুখিয়ে রয়েছেন। দিল্লি-অমৃতসর বিশেষ বিমানে সকাল ৯টার মধ্যে অমৃতসর আসার কথা রাহুলের। সারাদিন একাধিক কর্মসূচিতে যোগ দেবেন তিনি। সফরের একেবারে শেষে পৌঁছবেন জলন্ধরে, সন্ধ্যায় জলন্ধর থেকে দিল্লির উদ্দেশে রওনা হবে