নয়াদিল্লি, ২৫ জানুয়ারি (হি.স.): প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে বড় ঘোষণা করলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। মঙ্গলবার কেজরিওয়াল জানিয়েছেন, দিল্লি সরকারের অধীনস্থ সমস্ত সরকারি অফিসে এবার থেকে মুখ্যমন্ত্রী অথবা কোনও রাজনৈতিক নেতার ছবি থাকবে না। সমস্ত সরকারি অফিসে থাকবে ভারতরত্ন বি আর আম্বেদকর ও স্বাধীনতা সংগ্রামী ভগৎ সিংয়ের ছবি।
বুধবার প্রজাতন্ত্র দিবস, তার আগে মঙ্গলবার সকালে দিল্লি সচিবালয়ে দিল্লি সরকারের পক্ষ থেকে আয়োজিত হয় প্রজাতন্ত্র দিবসের সমারোহ। এদিন তেরঙা উত্তোলন করার পর বড় ঘোষণা করেছেন কেজরিওয়াল। কেজরিওয়াল বলেছেন, “আমি ঘোষণা করছি দিল্লি সরকারের অধীনস্থ সমস্ত অফিসে এবার থেকে শুধুমাত্র বি আর আম্বেদকর ও ভগৎ সিংয়ের ছবি থাকবে। এবার থেকে কোনও মুখ্যমন্ত্রী অথবা রাজনৈতিক নেতৃত্বের ছবি রাখা হবে না।”