স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৬ জানুয়ারি : ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবস। প্রজাতন্ত্র দিবস অধিকারের মহান দিবস ১৯৫০ সালে। এইদিনে দেশের সংবিধান কার্যকর হয়েছিল। প্রতিবছর দিনটিকে প্রজাতন্ত্র দিবস হিসাবে পালন করা হয়ে থাকে। এই বছরও তার ব্যতিক্রম হয়নি। সমগ্র দেশের পাশাপাশি রাজ্যেও যথাযোগ্য মর্যাদার সাথে দিনটি পালন করা হয়। প্রজাতন্ত্র দিবস উপলক্ষ্যে রাজ্যের মূল অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় রাজধানীর আসাম রাইফেলস ময়দানে।
সেখানে এইদিন জাতীয় পতাকা উত্তোলন করেন রাজ্যপাল সত্যদেব নারায়ন আর্য। জাতীয় পতাকা উত্তোলন শেষে পরিবেশন করা হয় জাতীয় সঙ্গীত। তবে এবার কুচকাওয়াজ হয়নি। আসাম রাইফেল ময়দানে ১০ টি প্লে-টুন অভিবাদন জানায়। হুড খোলা গাড়িতে করে প্যারেড পরিদর্শন করেন রাজ্যপাল সত্যদেব নারায়ন আর্য। পাশাপাশি অভিবাদন গ্রহণ করেন। পরে অনুষ্ঠানে আলোচনা করতে গিয়ে রাজ্যপাল সত্যদেব নারায়ন আর্য প্রজাতন্ত্র দিবস উপলক্ষ্যে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানান। একই সাথে দেশের সুরক্ষার কাজে নিয়োজিত আরক্ষা কর্মীদেরও শুভেচ্ছা জানান তিনি। তিনি বলেন ১৯৫০ সালের ২৬ জানুয়ারি ভারতবর্ষের সংবিধান কার্যকর হয়েছে।
এই সংবিধানে দেশের সকল নাগরিককে ন্যায় ও সমান অধিকার প্রদান করেছে। দেশের সেনানীদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করার দিন। যারা দেশের জন্য জীবন উৎসর্গ করেছেন। একাধিক প্রকল্প রাজ্য সরকার কার্যকর করেছে। প্রধানমন্ত্রীর হাত ধরে বিদ্যাজ্যোতি প্রকল্পের সূচনা হয়েছে। এই রাজ্যে নির্মাণ করা হচ্ছে লাইট হাউস। এই লাইট হাউসে ১০০০ পরিবার থাকতে পারবে বলে জানান রাজ্যপাল। আইন শৃঙ্খলা ব্যবস্থার মধ্যে ব্যাপক উন্নয়ন ঘটেছে। নেশা বিরোধী অভিযান রাজ্য সরকারের এই উদ্যোগে বিশেষ ভাবে প্রশংসনীয়। করোনা মহামারির বিরুদ্ধে যারা লড়াই করছেন তাদের শ্রদ্ধা জানান রাজ্যপাল সত্যদেব নারায়ন আর্য। এইদিনের অনুষ্ঠানে সেরা আরক্ষা কর্মী হিসাবে বেশ কয়েকজন আরক্ষা কর্মীর হাতে পদক তুলে দেন। এইদিনের অনুষ্ঠানে রাজ্যপাল সত্যদেব নারায়ন আর্য ছাড়াও উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, সাংসদ প্রতিমা ভৌমিক, মুখ্যমন্ত্রী জায়া নীতি দেব, রাজ্যের এডভোকেট জেনারেল, রাজ্য পুলিশের মহানির্দেশক সহ অন্যান্য আধিকারিকরা। অনুষ্ঠানে শিল্পীরা নৃত্য ও সঙ্গীত পরিবেশন করে। অনুষ্ঠানে সাধারন মানুষের উপস্থিতিও ছিল লক্ষ্যনিয়। তবে এই বছর করোনা প্রকোপের জেরে সকল ধরনের স্বাস্থ্য বিধি মেনে প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠান করা হয়।