নয়াদিল্লি, ২৫ জানুয়ারি (হি.স.): সামগ্রিক কোভিড-পরিস্থিতি নিয়ে দেশের মোট ৫টি রাজ্য ও ৪টি কেন্দ্রশাসিত অঞ্চলের স্বাস্থ্যমন্ত্রীদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডাভিয়া। এই রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলি হল-জম্মু-কাশ্মীর, হিমাচল প্রদেশ, পঞ্জাব, হরিয়ানা, উত্তরাখণ্ড, দিল্লি, লাদাখ, উত্তর প্রদেশ চন্ডীগড়। এদিনের বৈঠকে টিকাকরণ ও কোভিড-টেস্টের ওপর বিশেষভাবে জোর দেওয়ার আহ্বান জানিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী।
স্বাস্থ্যমন্ত্রক সূত্রের খবর, কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডাভিয়া রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির সঙ্গে মঙ্গলবারের বৈঠকে তাঁদের সময়মত কোভিড পরীক্ষা এবং টিকা প্রদানের ওপর জোর দেওয়ার পরামর্শ দিয়েছেন। তিনি আরও বলেছিলেন, যে সমস্ত রাজ্যগুলিতে তা নেমে গিয়েছে সেখানে পরীক্ষা বাড়ানো উচিত।” কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, যেহেতু বিপুল সংখ্যক মানুষ হোম আইসোলেশন বেছে নিচ্ছেন, তাই তাঁদের কেন্দ্রীয় নির্দেশিকা অনুসারে পর্যবেক্ষণ করা উচিত।”