Monday, February 17, 2025
বাড়িজাতীয়ভারতের নির্বাচন প্রক্রিয়া বিশ্বের জন্য মানদণ্ড নির্ধারণ করেছে : প্রধানমন্ত্রী

ভারতের নির্বাচন প্রক্রিয়া বিশ্বের জন্য মানদণ্ড নির্ধারণ করেছে : প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ২৫ জানুয়ারি (হি.স.): আমাদের নির্বাচন কমিশন এবং নির্বাচনী প্রক্রিয়া বিভিন্ন দেশের জন্য একটি মানদণ্ড নির্ধারণ করেছে। জাতীয় ভোটার দিবসে এই বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মঙ্গলবার নমো অ্যাপের মাধ্যমে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) কর্মীদের সঙ্গে মতবিনিময় করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মতবিনিময়ের সময় লোকসভা এবং বিধানসভা নির্বাচন একসঙ্গে করার ও স্বাধীনতার অমৃতকালে অনুষ্ঠিতব্য সমস্ত নির্বাচনে ৭৫ শতাংশ ভোটদান নিশ্চিত করার আহ্বান জানান।

অনুষ্ঠানটি মূলত ছিল গুজরাট বিজেপির সমস্ত বুথ ইনচার্জ, পান্না প্রধান এবং পান্না সমিতির কর্মীদের কেন্দ্র করে। এতে উপস্থিত ছিলেন গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেলও। জাতীয় ভোটার দিবসে বিজেপি কর্মীদের প্রধানমন্ত্রী বোঝান এক-একটি ভোটের কতটা গুরুত্ব। তিনি বলেছেন, স্বাধীনতার পর ভারতীয় জনগণ ধারাবাহিকভাবে নির্বাচনের মাধ্যমে সরকার গঠন করেছে। এটি সম্ভব হয়েছে আপনাদের একটি ভোটের কারণে। ১৯৫০ সালের ২৫ জানুয়ারি প্রতিষ্ঠিত হয়েছিল ভারতের নির্বাচন কমিশন, তাই এই দিনে ভোটার দিবস পালিত হয়।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য