নয়াদিল্লি, ২৮ ডিসেম্বর (হি.স.): বর্ডার রোড অর্গানাইজেশন (বিআরও) কর্তৃক নির্মিত ২৭টি ইনফ্রা প্রকল্পের ই-উদ্বোধন করলেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। একইসঙ্গে বিআরও-র ভূয়সী প্রশংসা করে প্রতিরক্ষামন্ত্রী বলেছেন, “বর্তমান যুগে দূরত্বকে কিলোমিটারে নয় ঘন্টায় মাপা হয়। বিআরও কর্তৃক নির্মিত সড়ক, সুড়ঙ্গ এবং সেতু বর্তমানে স্থানগুলির মধ্যে দূরত্ব এবং সময় কমিয়েছে।”
দক্ষিণ লাদাখের উমলিং-লা পাসে ১৯ হাজার ফুট উচ্চতায় সড়ক নির্মাণের জন্য বিআরও-র প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন রাজনাথ সিং। তিনি বলেছেন, “দক্ষিণ লাদাখের উমলিং-লা পাসে ১৯ হাজার ফুট উচ্চতায় নির্মিত সড়ক এখন বিশ্বের সর্বোচ্চ মোটরযোগ্য সড়কে পরিণত হয়েছে। এই রাস্তাটি শুধুমাত্র সশস্ত্র বাহিনীকে দ্রুত প্রেরণের সুবিধা প্রদান করবে না বরং এই অঞ্চলে পর্যটনকেও উৎসাহিত করবে।”