Friday, November 22, 2024
বাড়িজাতীয়কংগ্রেসের প্রতিষ্ঠা দিবসে নেতা-কর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার বার্তা দিলেন সোনিয়া

কংগ্রেসের প্রতিষ্ঠা দিবসে নেতা-কর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার বার্তা দিলেন সোনিয়া

নয়াদিল্লি, ২৮ ডিসেম্বর (হি.স.): পতাকা বিপত্তি কাটিয়ে দলের ১৩৭ তম প্রতিষ্ঠা দিবসে দলীয় নেতা-কর্মীদের কংগ্রেসের প্রতি একাগ্রতা-সহ ঐক্যবদ্ধ ভাবে কাজ করার বার্তা দিলেন কংগ্রেসের সভানেত্রী সোনিয়া গান্ধী। সেই সঙ্গে দেশের গণতন্ত্রকে নষ্ট করা হচ্ছে বলে কেন্দ্র সরকারের বিরুদ্ধে সরব হন সোনিয়া ।


মঙ্গলবার নয়াদিল্লির কংগ্রেসের হেডকোয়ার্টারে দলের ১৩৭ তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে বিশেষ আয়োজন করা হয়। সেখানে তিনি নেতা-কর্মীদের কংগ্রেসের প্রতি একাগ্রতা-সহ ঐক্যবদ্ধ ভাবে কাজ করার বার্তা দিয়ে বলেন, “কিছু বিশেষ নিঃস্বার্থ ব্যক্তিত্বের অনুপ্রেরণায় তৈরি আমাদের প্রতিষ্ঠানের মূল্যবোন, আদর্শ ও ভাবমূর্তি। তাই আজকের দিনে আমরা ফের দলের প্রতি নিষ্ঠা ও আত্মত্যাগের শপথ নিই।” বলেন সোনিয়া।


এরপরই কেন্দ্রের মোদী সরকারের বিরুদ্ধে তোগ দাগেন তিনি। বলে দেন, দুঃসাহসিক ভাবে গণতন্ত্রকে নষ্ট করা হচ্ছে। ইতিহাসে তুলে আনা হচ্ছে অযোগ্য কিছু ব্যক্তির নাম। দেশজুড়ে হিংসা, কুসংস্কার ছড়িয়ে দেওয়া হচ্ছে। যা ভারতের সার্বভৌমত্ব এবং সমাজের উপর অত্যন্ত নেতিবাচক প্রভাব ফেলছে বলে দাবি করে করেন কংগ্রেসের অন্তর্বর্তীকালীন সভানেত্রী। সঙ্গে এও স্পষ্ট করে দেন, এই সবকিছুর বিরুদ্ধেই লড়াই জারি রাখবে তাঁদের দল।প্রসঙ্গত, মঙ্গলবার দলের ১৩৭ তম প্রতিষ্ঠা দিবসে কংগ্রেসের সভানেত্রী সোনিয়া গান্ধী দলীয় পতাকা উত্তোলনের জন্য টান দিতেই তা খুলে তার হাতে এসে পড়ে। –

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য