Wednesday, March 19, 2025
বাড়িজাতীয়পুরীর জগন্নাথ মন্দিরে দুর্ঘটনা, হুড়োহুড়িতে পদপিষ্ট হয়ে সংজ্ঞাহীন মহিলা

পুরীর জগন্নাথ মন্দিরে দুর্ঘটনা, হুড়োহুড়িতে পদপিষ্ট হয়ে সংজ্ঞাহীন মহিলা

পুরী, ১৫ মার্চ (হি স)। পুরীর জগন্নাথ মন্দিরে বুধবার দুর্ঘটনা ঘটে। ভক্তদের ভিড়ে হুড়োহুড়িতে এই পরিস্থিতি তৈরি হয় জগন্নাথধামে। পদপিষ্ট হয়ে গুরুতর আহত হন এক মহিলা ভক্ত। জানা গিয়েছে, সংক্রান্তি উপলক্ষে এদিন পুরীর মন্দিরে শয়ে শয়ে পুণ্যার্থীর সমাগম হয়। সেই সময়ই ঘটে বিপত্তি।

জানা গিয়েছে, বুধবার মন্দিরের পশ্চিমের দ্বার দিয়ে প্রবেশ করানো হচ্ছিল সমস্ত পুণ্যার্থীদের। ভগবান জগন্নাথ, বলরাম এবং সুভদ্রার দর্শনের জন্য হুড়োহুড়ি পড়ে যায় ভক্তদের মধ্যে। কার্যত পদপিষ্ট হয়ে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়। ধাক্কাধাক্কির মধ্যে এক মহিলা আচমকাই সংজ্ঞা হারান। মন্দিরের প্রবেশপথেই মাথা ঘুরে পড়ে যান তিনি। তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়। ওই মহিলার চোট লেগেছে বলেও খবর। তাঁকে নিকটবর্তী হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে।

পাশাপাশি অন্য পুণ্যার্থীদের মধ্যেও অনেকেই দমবন্ধ এবং অস্বস্থিকর অবস্থায় পড়েন বলে অভিযোগ ওঠে। এরপরই মন্দির কমিটির পক্ষ থেকে পশ্চিমের দরজার সামনে ব্যারিকেড করে দেওয়া হয়।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য