নয়াদিল্লি, ১৫ মার্চ (হি.স.) : আদানি গ্রুপের সঙ্গে সম্পর্কিত বিষয়ে একটি যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) তদন্তের দাবিকে তীব্র করে কংগ্রেস এবং অন্যান্য বিরোধী দলগুলি বুধবার একটি প্রতিবাদ মিছিল করেছে। বিরোধী সাংসদরা সংসদ ভবন থেকে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের কার্যালয়ে যাওয়ার পথে বিজয় চকে পুলিশ তাঁদের বাধা দেয়।
কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে বলেন, আমরা একসাথে আদানি কেলেঙ্কারিতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের ডিরেক্টরের কাছে স্মারকলিপি জমা দিতে যাচ্ছি। কিন্তু, বিজয় চকেই সরকার আমাদের বাধা দিয়েছে। এলআইসি, এসবিআই এবং অন্যান্য ব্যাঙ্কগুলির ক্ষতির কারণ লক্ষ কোটি টাকার কেলেঙ্কারি হয়েছে। সরকারি সম্পত্তি কেনার জন্য সরকার নির্দিষ্ট ব্যক্তিকে টাকা দিচ্ছে। একজনের সম্পদ বেড়েছে কোটি কোটি টাকা। আমরা বিষয়টির তদন্ত চাই এবং জেপিসি তদন্ত হোক।
এদিকে, বিজয় চকে দিল্লি পুলিশ মোতায়েন ছিল। পুলিশ সাংসদদের মিছিল না করার আহ্বান জানিয়েছে। পুলিশ বলছে এখানে ১৪৪ ধারা জারি করা হয়েছে। জাতীয়তাবাদী কংগ্রেস পার্টি এবং তৃণমূল কংগ্রেস মিছিলে অংশ নেয়নি।ইডিকে লেখা চিঠিটি প্রকাশ করে জয়রাম রমেশ টুইট করেছেন, ১৬ টি সমমনা বিরোধী দলের নেতা ও সাংসদদের আজ বিকেলে ইডি-র অফিসে হাঁটতে বাধা দেওয়া হয়েছে। বিরোধীরা আদানি কেলেঙ্কারির তদন্তের জন্য ইডি ডিরেক্টরের কাছে স্মারকলিপি দিতে চেয়েছিল। এখন এই চিঠি ইডিকে ইমেলের মাধ্যমে পাঠানো হচ্ছে।