নয়াদিল্লি, ২২ নভেম্বর (হি.স.): বিনিয়োগের জন্য উত্তর প্রদেশ এই মুহূর্তে ভারতের মধ্যে অন্যতম সেরা গন্তব্য। দাবি করলেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।
মঙ্গলবার দিল্লিতে আয়োজিত গ্লোবাল ইনভেস্টর্স সামিট-২০২৩-এ উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেছেন, “অপরাধ ও অপরাধীদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে উত্তর প্রদেশ সরকার, একইসঙ্গে আমরা আমাদের বিনিয়োগকারীদের ব্যবসার নিরাপত্তার আশ্বাস দিয়েছি। উত্তর প্রদেশ এখন বিশ্বকে আকর্ষিত করছে, কারণ উত্তর প্রদেশে এখন বিনিয়োগের জন্য ভারতের মধ্যে অন্যতম সেরা গন্তব্য।”
উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ আরও বলেছেন, এই ফ্ল্যাগশিপ ইনভেস্টমেন্ট সামিটের সাহায্যে রাজ্য সরকারের লক্ষ্য হল উত্তর প্রদেশের বিনিয়োগকে বিনিয়োগকারীদের গোষ্ঠীর মধ্যে আকর্ষণীয় করে তোলা এবং রাজ্যের সামগ্রিক উন্নয়নের জন্য সুযোগ সংগ্রহ করা।