স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২১ নভেম্বর : সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ২০২৩ সালে ফেব্রুয়ারি মাসে দ্বিতীয় কিংবা তৃতীয় সপ্তাহে বিধানসভা নির্বাচন। বিধানসভা নির্বাচনকে সামনে রেখে প্রস্তুতি শুরু করে দিয়েছে নির্বাচন কমিশন। নির্বাচনের প্রস্তুতি খতিয়ে দেখতে মঙ্গলবার জাতীয় নির্বাচন কমিশনের দুই সদস্যে্য এক প্রতিনিধি দল দুই দিনের সফরে রাজ্যে এসে পৌঁছান।
মঙ্গলবার দুপুরে তারা রাজ্যে এসে পৌঁছান। এইদিন বিকালে রাজ্য অতিথিশালায় রাজ্যের ৮টি জেলার ডিএম ও এসপি -দের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্য নির্বাচন কমিশনার। জাতীয় নির্বাচন কমিশনের প্রতিনিধি দলে রয়েছেন সিনিয়র ডেপুটি নির্বাচন কমিশনার আর.কে গুপ্তা ও নিতিশ কুমার বৈশ। জানা যায় দুইদিন রাজ্য সফরকালে জাতীয় নির্বাচন কমিশনের দুই সদস্য দফায় দফায় বৈঠক করবেন রাজ্য প্রশাসন, আরক্ষা দপ্তর ও নির্বাচন দপ্তরের শীর্ষ আধিকারিকদের সাথে। বুধবার বিকালে নির্বাচন কমিশনের প্রতিনিধি দলটি দিল্লি ফিরে যাবেন বলে খবর। এবং দিল্লি নির্বাচন কমিশনারের কাছে সমস্ত রিপোর্ট তুলে ধরার পর যেসব কাজ বাকি রয়েছে সেগুলি সম্পন্ন করে নির্বাচন ঘোষণা করা হবে আগামী জানুয়ারি মাসে বলে সূত্রে খবর।