Thursday, December 12, 2024
বাড়িজাতীয়কেন্দ্রকে দূষণ রুখতে প্রচেষ্টা চালিয়ে যেতে বলল সুপ্রিম কোর্ট, পরবর্তী শুনানি ২৯...

কেন্দ্রকে দূষণ রুখতে প্রচেষ্টা চালিয়ে যেতে বলল সুপ্রিম কোর্ট, পরবর্তী শুনানি ২৯ নভেম্বর


নয়াদিল্লি, ২৪ নভেম্বর (হি.স.): রাজধানী দিল্লিতে বায়ুদূষণ রুখতে কেন্দ্রকে প্রচেষ্টা চালিয়ে যেতে বলল সুপ্রিম কোর্ট। বুধবার শীর্ষ আদালত জানিয়েছে, আগামী দুই-তিন দিন দিল্লিতে বায়ুদূষণ রুখতে কেন্দ্র প্রচেষ্টা চালিয়ে যাক। এই সময়ের মধ্যে দূষণের মাত্রা ১০০ হয়ে গেলে কিছু বিধিনিষেধ উঠে যেতে পারে। এই মামলার পরবর্তী শুনানি হবে আগামী ২৯ নভেম্বর।

উদ্বেগ প্রকাশ করে সুপ্রিম কোর্ট এদিন বলেছে, এটা দেশের রাজধানী, আপনারা ভেবে দেখুন তো গোটা বিশ্বের কাছে আমরা কী বার্তা দিচ্ছি। বায়ুদূষণ অত্যন্ত গুরুতর একটি বিষয়, তাই সর্বোচ্চ আদালত জানিয়েছে, এই মামলার শুনানি চলবে। দিল্লি লাগোয়া পঞ্জাব, হরিয়ানা ও উত্তর প্রদেশ সরকারকে এদিন সুপ্রিম কোর্ট বলেছে, কত পরিমাণ খড়বিচালি পোড়ানো হয়েছে, কী কী পদ্ধতি অবলম্বন করা হচ্ছে সে বিষয়টি দেখানোর জন্য।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য