Monday, February 17, 2025
বাড়িজাতীয়কেন্দ্রীয় মন্ত্রিভার বৈঠকে পাস কৃষি আইন প্রত্যাহার বিল

কেন্দ্রীয় মন্ত্রিভার বৈঠকে পাস কৃষি আইন প্রত্যাহার বিল

নয়াদিল্লি, ২৪ নভেম্বর (হি.স) : আইনগত ভাবে তিন কৃষি বিল বাতিলের পথে আরও এক পা এগিয়ে গেল কেন্দ্রীয় সরকার। সংসদের আসন্ন শীতকালীন অধিবেশনে তিন কৃষি আইন বাতিল করার বিষয়ে বিল আনার বিষয়টি সর্বসম্মতিক্রমে পাস হল কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে।

আজ বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবনে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয় । প্রসঙ্গত উল্লেখ, আগামী ২৯ নভেম্বর থেকে শুরু হচ্ছে এবারের শীতকালীন অধিবেশন ।২০২০ সালের সেপ্টেম্বর মাসে তিন কৃষি বিল সংসদে আনা হয় ৷ এক প্রকার জোর করে পাস করিয়ে নেওয়া হয় ৷

তারপরই রাষ্ট্রপতির সাক্ষর করে আইনে পরিণত করা হয় ৷ কিন্তু, প্রথম থেকেই এই বিল বা পরবর্তীতে আইনের বিরুদ্ধে দেশ জুড়ে তুমুল কৃষক আন্দোলন শুরু করে ৷ শেষ পর্যন্ত তীব্র আন্দোলনের চাপে তিন কৃষি আইন বাতিল করতে বাধ্য হন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবার সেই বাতিল প্রক্রিয়ায় আইনগত ভাবে করার কাজটাই আরও এক কদম এগিয়ে গেল কেন্দ্র । ‘কৃষি আইন প্রত্যাহার বিল ২০২১’শীর্ষক এই বিলটি নিয়েই আজ মন্ত্রিসভার বৈঠকে আলোচনা হয় । তার পই বিল পেশের ব্যাপারে ছাড়পত্র দেয় মন্ত্রিসভা ।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য