স্যন্দন ডিজিটেল ডেস্ক, ২৯ অক্টোবর : নিরাপত্তারক্ষীদের খতম করতে ৪০ কেজি ওজনের একটি আইইডি মাটিতে পুঁতে রেখেছিল মাওবাদীরা। কিন্তু সেই মাও-ষড়যন্ত্র বানচাল করল সিআরপিএফ। মঙ্গলবার ছত্তিশগড়ের সুকমায় বিস্ফোরকটি উদ্ধার হয়েছে।
মঙ্গলবার মাও-দমন অভিযানের অংশ হিসাবে সুকমার জঙ্গল এবং সংলগ্ন এলাকায় তল্লাশি চালায় সিআরপিএফের ১৫৯ ব্যাটেলিয়ান এবং সুকমা পুলিশ। দীর্ঘক্ষণ অভিযানের পর পাহাড়ি রাস্তায় ওই ৪০ কেজির আইইডি উদ্ধার হয়। তবে তল্লাশির পরও সেখানে মাওবাদীদের হদিশ পাওয়া যায়নি। প্রসঙ্গত, এদিনই ঝাড়খণ্ডের সারান্ডার জঙ্গলে আইইডি বিস্ফোরণে প্রাণ হারায় এক নাবালিকা। জঙ্গলের মধ্যে সে পাতা কুড়োতে গিয়েছিল। মাওবাদীদের পাতা ফাঁদে পা দিতেই বিস্ফোরণ কেঁপে ওঠে গোটা এলাকা।
উল্লেখ্য, ২০২৬ সালের মার্চ মাসের মধ্যে মাওবাদমুক্ত ভারত গড়ার বার্তা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এরপর থেকেই ছত্তিশগড়, ঝড়খণ্ডের মতো মাও অধ্যুষিত রাজ্যগুলিতে মাওবিরোধী অভিযান ব্যাপক গতি পেয়েছে। গোয়েন্দাদের মতে, বর্তমানে ছত্তিশগড় তেলেঙ্গানা সীমানাবর্তী কারেগুট্টা পাহাড়ি এলাকা মাওবাদীদের অন্যতম শক্তঘাঁটি। এই এলাকা থেকে মাওবাদের শিকড় উপড়ে ফেলতে প্রায় ৩ হাজার আধাসেনাকে নামানো হয়েছে। ইতিমধ্যেই অভিযানে মৃত্যু হয়েছে বহু মাও-নেতার। পাশাপাশি, আত্মসমর্পণও করেছেন বহু মাওবাদী।

