Tuesday, November 18, 2025
বাড়িবিশ্ব সংবাদ‘মরলে মিলবে জন্নত’, মহিলা জেহাদিদের উদ্বুদ্ধ করতে টোপ জইশ প্রধান মাসুদের

‘মরলে মিলবে জন্নত’, মহিলা জেহাদিদের উদ্বুদ্ধ করতে টোপ জইশ প্রধান মাসুদের

স্যন্দন ডিজিটেল ডেস্ক, ২৯ অক্টোবর : জইশের মহিলা ব্রিগেডের জঙ্গিরা ‘মৃত্যুর পরে স্বর্গে’ যাবেন। এই বার্তাই দিয়েছেন জইশ নেতা মাসুদ আজহার। তাঁর দাবি, ভারতীয় সেনায় যোগ দিচ্ছেন মহিলারা। ‘কম্ব্যাট রোল’ অর্থাৎ প্রত্যক্ষভাবে যুদ্ধে অংশ নিচ্ছেন তাঁরা। তাঁর দাবি, একে প্রতিহত করতেই জইশে দরকার মহিলা ব্রিগেড। জামাত-উল-মোমিনাতে মহিলাদের যোগদান এবং প্রশিক্ষণের বিষয়ে বিশদে জানিয়েছেন তিনি।

মাসুদের ২১ মিনিটের বার্তায়, জইশের মহিলা ব্রিগেডের প্রশিক্ষণ-সহ অন্যান্য বিষয়ের রূপরেখা জানিয়েছেন তিনি। জইশের পুরুষ ব্রিগেডের মতই মহিলা ব্রিগেডকেও প্রশিক্ষণ দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। মাসুদ বলেন, পুরুষ জঙ্গিরা ১৫ দিনের “দৌরা-ই-তারবিয়াত” প্রশিক্ষণে অংশগ্রহণ করে। তেমনি জামাত-উল-মোমিনাতে যোগ দেওয়া মহিলারাও “দৌরা-ই-তাসকিয়া” নামের একটি প্রশিক্ষণ নেবেন। প্রথম পর্বে পাশ করলে দ্বিতীয় পর্বের প্রশিক্ষণ দৌরা-আয়াত-উল-নিশা শুরু হবে। এই প্রশিক্ষণ ভাওয়ালপুরের মারকাজ উসমান-ও-আলিতে হবে বলে জানিয়েছেন তিনি।

জইশে যোগদানের প্রথম পর্ব দৌরা-ই-তারবিয়াত। ভারতের বিরুদ্ধে সন্ত্রাসবাদী কাজে অংশ নিলে মৃত্যুর পরে তাঁরা স্বর্গে যাবে, এই কথাই শেখানো হয় এই পর্বে। মাসুদ জানিয়েছেন যেসব মহিলারা জামাত-উল-মোমিনাতে যোগ দেবেন তাঁরাও মৃত্যুর পরে সরাসরি স্বর্গে যাবেন। মাসুদ জানিয়েছেন, পাকিস্তানের সব জেলায় জামাত-উল-মোমিনাতের শাখা খুলবে জইশ।

নিজেদের পন্থা বদলে মহিলাদের সংগঠনে যুক্ত করলেও তাঁদের উপরে কড়া নিয়োমের বাঁধন রাখতে চলেছে জইশ। মাসুদ জানিয়েছেন, মহিলা ব্রিগেডে যাঁরা যোগ দেবেন, তাঁরা নিজেদের স্বামী অথবা পরিবারের বাদে অন্য কোনও পুরুষের সঙ্গে ফোন অথবা অন্য কোনও পদ্ধতিতে যোগাযোগ করতে পারবেন না।

জানা গিয়েছে, এই মহিলা ব্রিগেডের নেতৃত্ব দেবে মাসুদ আজাহারের বোন সাদিয়া আজাহার। অপারেশন সিঁদুরে সাদিয়ার স্বামী ইউসুফের মৃত্যু হয়। এই ব্রিগেডে ইতিমধ্যেই নাম লেখানো শুরু করেছে সংগঠনের শীর্ষ নেতাদের স্ত্রীরা। পাশপাশি, ভাওয়ালপুর, করাচি, মুজফফরাবাদ-সহ দেশের বিভিন্ন এলাকার অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া মহিলাদের দলে টানার চেষ্টা করছে জইশ।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য