Thursday, November 13, 2025
বাড়িরাজ্যবিজেপি-র ঘাড়ে শ্বাস ফেলছে মথা, মথায় যোগ দিল ১৭০০ ভোটার

বিজেপি-র ঘাড়ে শ্বাস ফেলছে মথা, মথায় যোগ দিল ১৭০০ ভোটার

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৯ অক্টোবর :পাহাড়ে প্রধান শাসক দলের মেরুদণ্ড ভাঙতে প্রস্তুত শরিকদল তিপরা মথা। যার কারণে কেন্দ্রীয় নেতৃত্ব রাজ্যে এসে ঘর গুছাতে শুরু করেছে। পাল্টা কিভাবে ঘুরে দাঁড়ানো যায় সেই ঝপমন্ত্র রাজ্য নেতৃত্বকে শিখিয়ে দিয়ে যাচ্ছেন ভারতীয় জনতা পার্টির কেন্দ্রীয় নেতৃত্ব। সেই রণ কৌশল নিয়ে এভাবে বিজেপি। কিন্তু এর আগে ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে বুধবার বিভিন্ন রাজনৈতিক দল ছেড়ে ৩৯৫ পরিবারের ১৭০২ ভোটার তিপরা মথা দলে যোগদান করছে। তাদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে দলে স্বাগত জানান মথার নেতৃত্ব।

তবে চড়িলাম মন্ডলের তাপস দাস মন্ডল সভাপতি হওয়ার পর তার নিজ পঞ্চায়েত আড়ালিয়াতে এই নিয়ে ৪ বার বিজেপি ছেড়ে মথাতে মানুষ যোগদান কর্মসূচি অনুষ্ঠিত হয়। বিশালগড়ে কংগ্রেস যেমন কর্মী স্বল্পতায় ভুগছে, ঠিক তেমনি চড়িলামে বিজেপিও কর্মী স্বল্পতায় ভুগছে। যেখানে সারা রাজ্যব্যাপী মথা ছেড়ে লোক বিজেপিতে আসছে, সেখানে চড়িলামে ঠিক তার বিপরীত। এখানে কর্মীরা নেতৃত্বের সাড়া না পেয়ে দলে দলে অন্য দলে যোগদানের পালা চলছে। বিশ্রামগঞ্জ মোটর স্ট্যান্ডে বুধবার দুপুরে যেখানে চড়িলামে বিজেপি, কংগ্রেস এবং সিপিআইএম কর্মীরা দলে দলে তিপরা মথা দলে যোগদান করেন। ভিলেজ কমিটির নির্বাচনকে কেন্দ্র সামনে রেখে এই যোগদান সভার আয়োজন করা হয়। যদিও আড়ালিয়া থেকে সেই যোগদানের হিড়িক তৈরি হয়েছে।

 গোষ্ঠী কোন্দলের ফলে চড়িলাম বিধানসভায় মথা দলের জয় জয় কার। মথা দলের আয়োজিত এ দিনের যোগদান সভায় উপস্থিত ছিলেন পতিমন্ত্রী বিশ্বকৃতু দেববর্মা, বিধায়ক মানব দেববর্মা, বিধায়ক সুবোধ দেববর্মা, চড়িলাম মথা দলের ব্লক প্রেসিডেন্ট বুদ্ধদেব দেববর্মা, এমডিসি গনেশ দেববর্মা সহ অন্যান্যরা। মোট ৩৯৫ পরিবারে ১৭০২ ভোটার বিজেপি, কংগ্রেস এবং সিপিআইএম ছেড়ে তিপরা মথা দলে যোগদান করেন।  তবে ইতিমধ্যে ভিলেজ কমিটি নির্বাচনের অংক মেলানো কষ্টকর। সহসাই সাংগঠনিক খেল দেখাতে প্রস্তুতি নিচ্ছে ভাজপা। সম্প্রতিক এক মেগা যোগদান সভায় প্রদ্যুৎ কিশোর দেববর্মণ দাবি করেছিলেন আসন্ন নির্বাচনে পাহাড়ে জাতীয় রাজনৈতিক দল প্রবেশ করতে পারবে না। কিন্তু সেই ভাষণ কোড করে রোড ম্যাপ তৈরি করেছে বলে ভারতীয় জনতা পার্টি সূত্রে খবর।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য