Saturday, March 15, 2025
বাড়িজাতীয়আগামী ৫ সেপ্টেম্বর ভারত সফরে শেখ হাসিনা

আগামী ৫ সেপ্টেম্বর ভারত সফরে শেখ হাসিনা


নয়াদিল্লি, ১ সেপ্টেম্বর (হি. স.) : আগামী ৫ থেকে ৮ সেপ্টেম্বর পর্যন্ত ভারত সফরে আসছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
জানা গেছে, প্রধানমন্ত্রীর আমন্ত্রণেই ভারত সফরে আসছেন শেখ হাসিনা। প্রধানমন্ত্রী নরেন্দ্র একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন যার মধ্যে রয়েছে কেন্দ্রীয় স্তরের মন্ত্রী, উপদেষ্টা, সচিব এবং সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা। অন্যদিকে এই সফরে বাংলাদেশের ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিরাও মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে থাকবেন।

উল্লেখ্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনা শুরু হওয়ার আগে ২০১৯ সালে শেষবার সফর করার পর দীর্ঘ তিন বছর পর এবার ফের ভারত সফরে আসছেন। এই সফরকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানাবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তাকে আনুষ্ঠানিক গার্ড অব অনারও প্রদান করা হবে। জানা গেছে রাজঘাটে মহাত্মা গান্ধীর প্রতি শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি ভারতের উপরাষ্ট্রপতি শ্রী জগদীপ ধনকরের সাথেও সাক্ষাত করবেন বলে আশা করা হচ্ছে।

শেখ হাসিনা এবং নরেন্দ্র মোদী দুই দেশের দ্বিপাক্ষিক বিষয়ে আলোচনা করবেন হায়দ্রাবাদ হাউসে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য ভারতের পক্ষ বা আরও স্পষ্ট ভাবে বললে কেন্দ্রীয় সরকার কর্তৃক আয়োজিত রাষ্ট্রীয় মধ্যাহ্নভোজনেরও আয়োজন করা হয়েছে। বিশেষ সূত্রে পাওয়া খবর অনুযায়ী তাতে যোগ দেবেন হাসিনা। এই সফরের সময় বেশ কয়েকটি চুক্তি এবং মৌ স্বাক্ষর হবে বলে জানা গেছে।এছাড়াও কনফেডারেশন অফ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রিজ আয়োজিত একটি ব্যবসায়িক অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনারও। ৮ সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর ঢাকায় ফিরে যাবেন। আপাতত তার এই সফর ঘিরে চূড়ান্ত তোড়জোড় চলছে ভারতের।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য