স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২ সেপ্টেম্বর : রাজনৈতিক প্রতিহিংসা এবার সার্বজনীন গণেশ পূজায়। ঘটনা রাজধানীর ভার্টি অভয়নগর ক্যান্টেনমেন্ট এলাকায়। ঘটনায় আহত ৪ জন। জানা যায়, বৃহস্পতিবার রাত বারোটার নাগাদ ভাটি অভয়নগর স্থিত গণেশ পূজায় অতর্কিত হামলা চালায় বাইক বাহিনী। ২০ থেকে ২৫ জন যুবক বাইক নিয়ে পুজো মণ্ডপের সামনে এসে পিস্তল উচিয়ে লাঠি, রড দিয়ে মারধর শুরু করে মানুষকে।
বিষয়টি প্রত্যক্ষ করে স্থানীয় সিপিআইএম অঞ্চল কমিটির সদস্য গৌতম দেব এগিয়ে গেলে বেধড়ক মারধর করে তাকে। খবর পেয়ে পুলিশ ছুটে গিয়ে আহতদের আইজিএম হাসপাতালে নিয়ে যায়। আহত গৌতম দেবের অভিযোগ এলাকাবাসী প্রতিবছর গণেশ পূজার সংগঠিত করলে শাসক দলের দুর্বৃত্তরা মনে করে এটা সিপিআইএমের পুজো। যার পরিপ্রেক্ষিতে এই সন্ত্রাসের ঘটনার সংগঠিত করেছে বলে অভিযোগ। এবং যারা এই আক্রমণ সংগঠিত করেছে তাদের মধ্যে উপস্থিত ছিলেন এলাকার সমাজদ্রোহী টিটন দাশগুপ্ত। সে পিস্তল উচিয়ে ভয়-ভীতি সৃষ্টি করেছে বলে অভিযোগ গৌতম দেবের। শুক্রবার প্রাক্তন সাংসদ শংকর প্রসাদ দত্ত আহত গৌতম দেবকে দেখতে যান। তিনি জানান এই ধরনের ঘটনার তীব্র নিন্দা জনক। উৎসব মানেই সার্বজনীন। এতে কোন রাজনৈতিক দলে প্রশ্ন আসে না। অভিযুক্তদের বিরুদ্ধে অবিলম্বে গ্রেফতারের দাবি জানান তিনি। দুর্বৃত্তরা এদিন পুজো প্রাঙ্গনে বহু চেয়ার, টেবিল ভেঙে চুরমার করে দেয়। স্থানীয়দের মধ্যে সৃষ্টি হয় আতঙ্ক।