নয়াদিল্লি, ২৯ জুলাই ( হি.স.) : অবশেষে ক্ষমা চাইলেন কংগ্রেস সাংসদ অধীর রঞ্জন চৌধুরি। ‘রাষ্ট্রপত্নী’ মন্তব্যের জন্য চিঠি লিখে রাষ্ট্রপতি দ্রৌপদী মর্মুকে ক্ষমা প্রার্থনা করলেন অধীর। চিঠিতে তিনি লেখেন, মুখ ফসকে ওই কথাটি বেরিয়ে গিয়েছে। এর জন্য আমি অত্যন্ত দুঃখিত।
গত দুদিন ধরে কংগ্রেস এবং বিজেপির মধ্যে তীব্র টানাপড়েন চলছে। বৃহস্পতিবার অধীরের ওই মন্তব্য ঘিরে সংসদের দুই কক্ষেই তুমুল হইহট্টগোল হয়। কংগ্রেস সাংসদ সোনিয়া গান্ধীর সঙ্গে তীব্র বাদানুবাদ চলে কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানির। কংগ্রেসের অভিযোগ, সংসদের ভিতরেই বিজেপি সাংসদেরা দলনেত্রীর উপর চড়াও হতে গিয়েছিলেন। স্মৃতির দাবি ছিল, সোনিয়া গান্ধীর পরামর্শেই রাষ্ট্রপতিকেই অপমান করার জন্য অধীর ওই মন্তব্য করেন। এজন্য সোনিয়া এবং অধীর দুজনকেই ক্ষমা চাইতে হবে। অধীর অবশ্য বারবারই দাবি করেন, মুখ ফসকে ওই শব্দটি বেরিয়ে গিয়েছে। তিনি বলেন, আমি বাঙালি। হিন্দিতে অত স্বচ্ছন্দ নই। আমি দুঃখিত। ক্ষমা চাইতে হলে রাষ্ট্রপতির কাছেই চাইব। অধীরের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য লোকসভার স্পিকরকে অনুরোধ জানান বিজেপি সাংসদরা। শুক্রবারও এ নিয়ে সংসদের দুই কক্ষেই তুমুল হইচই চলে। দুই কক্ষেই অধিবেশন মুলতবি হয়ে যায়।
এদিন সোনিয়া দলীয় সাংসদদের সঙ্গে বৈঠক করেন। সেখানেই স্থির হয়, অধীর রাষ্ট্রপতিকে দুঃখপ্রকাশ করে চিঠি লিখবেন। এর আগে অধীর রাষ্ট্রপতির সঙ্গে দেখা করার জন্য সময় চেয়েছিলেন।