স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৩০ জুলাই : ধর্মনগর মহকুমা যুবরাজ নগরে নাবালিকা ধর্ষণকাণ্ডে অভিযুক্ত যুবক পুলিশের নাগালের বাইরে। অভিযুক্তকে গ্রেপ্তারের দাবিতে শনিবার দুপুরে মঙ্গলখালীর মূল সড়ক অবরোধে বসে স্থানীয়রা। জানা যায়, যুবরাজনগরে নাবালিকা ধর্ষনের দুদিন অতিক্রান্ত হয়ে গেলেও অভিযুক্ত নাবালিকার ভাইকে এখনও গ্রেপ্তার করতে পারেনি পুলিশ, তাই প্রতিবাদে সড়ক অবরোধ করে গ্রামবাসী।
অবরোধ কারীদের বক্তব্য ৮ বছরের নাবালিকাকে ধর্ষনের দুদিন অতিক্রান্ত হয়ে গেলেও ধর্মনগর থানার পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করতে পারেনি। এমনকি পুলিশ প্রশাসনের তরফে ধর্ষিতার পরিবারকে কোন সহযোগিতা পর্যন্ত করা হচ্ছে না। অভিযুক্তকে অতিসত্বর গ্রেপ্তার করে দৃষ্টান্তমুলক শাস্তি প্রদানের দাবি জানিয়ে শনিবার গ্রামবাসীরা টায়ার পুড়িয়ে যুবরাজনগর মঙ্গলখালির মূল সড়কটি দীর্ঘ সময় অবরোধ করে রাখে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ। পুলিশের আশ্বাসে প্রায় ২ ঘন্টা পর অবরোধ মুক্ত হয় সড়কটি। উল্লেখ্য, গত ২৮ জুলাই উত্তরের যুবরাজনগর এলাকায় এক ৮ বছরের নাবালিকাকে পিসতুতো ভাই জঙ্গলে নিয়ে ধর্ষন করে, পরবর্তী সময় ধর্ষিতা নাবালিকা বাড়িতে এসে ঘটনা সম্পর্কে জানায়। নাবালিকা কন্যাটি বর্তমানে জেলা হাসপাতালে চিকিৎসাধীন। এদিকে ধর্মনগর মহিলা থানায় লিখিত অভিযোগ জানানোর পরেও পুলিশ অভিযুক্ত যুবককে গ্রেফতার করছে না। পুলিশ ঘটনার সুষ্ঠু তদন্ত না করে ধাপাচাপা দেওয়ার চেষ্টা করছে বলে অভিমত এলাকাবাসীর। বিক্ষোভ স্থলে পুরানো হয় টায়ার।