নয়াদিল্লি, ২৬ জুলাই (হি.স.): বাদল অধিবেশনের সপ্তম দিনও শান্তি ফিরল না গণতন্ত্রের পীঠস্থান সংসদে। মূল্যবৃদ্ধি, মুদ্রাস্ফীতি-সহ নানা ইস্যুতে মঙ্গলবারও সংসদের উভয়কক্ষে বিক্ষোভ দেখালেন কংগ্রেস-সহ বিরোধী সাংসদরা, ফলে দফায় দফায় মুলতুবি করে দেওয়া হয় সংসদের উভয়কক্ষের অধিবেশন। লোকসভার অধিবেশন প্রথমে বেলা ১১.৪৫ অবধি ও পরে দুপুর অবধি এবং রাজ্যসভার অধিবেশন প্রথমে দুপুর বারোটা ও পরে ১২.২০ অবধি মুলতুবি করে দেওয়া হয়।
এদিন বেলা এগারোটা নাগাদ সংসদের উভয়কক্ষের অধিবেশন শুরু হওয়ার পর বিভিন্ন ইস্যুতে স্লোগান দিতে থাকেন কংগ্রেস-সহ বিরোধীরা সাংসদরা। ফলে দফায় দফায় মুলতুবি করে দেওয়া হয় লোকসভা ও রাজ্যসভার অধিবেশন। বিরোধীদের স্লোগানের কারণে ঠিকভাবে কাজ চালানো সম্ভব হয়নি সংসদের উভয়কক্ষে। রাজ্যসভায় এদিন বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়। রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান হরিবংশ শান্তি বজায় রাখার আহ্বান জানান। তিনি বলেন, সদনের ওয়েলে নেমে স্লোগান ও করতালি দেওয়া সদস্যদের আমি বলতে চাই, এটা নিয়মের পরিপন্থী। কিন্তু, বিরোধীরা স্লোগান দিতেই থাকেন। ‘ফিরিয়ে নেওয়া হোক জিএসটি’ এই স্লোগান দিতে থাকলেন বিরোধীরা। হরিবংশ তাঁদের বলেন, আপনারা নিজেদের আসনে বসুন। গোটা দেশ চাইছে সংসদে সুষ্ঠুভাবে কাজকর্ম হোক।