নয়াদিল্লি, ২৬ জুলাই (হি.স.): চলতি বছরের কমনওয়েলথ গেমসে অংশ নেবেন না নীরজ চোপড়া। বিশ্ব অ্যাথলেটিক চ্যাম্পিয়নশিপের ফাইনালে চোট পাওয়ায় তিনি ফিট নন, তাই কমনওয়েলথ গেমসে অংশ নিতে আগ্রহী নন নীরজ চোপড়া। মঙ্গলবার এমনটাই জানিয়েছেন ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক রাজীব মেহতা। রাজীব মেহতা জানিয়েছেন, ফিট না থাকার কারণে নীরজ নিজেই তাঁদের জানিয়েছেন তিনি কমনওয়েলথ গেমসে অংশ নিতে আগ্রহী নন।
প্রায় ১৯ বছর পর বিশ্ব অ্যাথলেটিক চ্যাম্পিয়নশিপে পদক জিতেছে ভারত। জ্যাভলিনে রুপো জিতেছেন নীরজ চোপড়া। ৮৮.১৩ মিটার দূরে জ্যাভলিনে ছুড়ে রুপো জেতেন তিনি। দেশের জন্য রুপো জিতলেও, বিশ্ব অ্যাথলেটিক চ্যাম্পিয়নশিপের ফাইনালে চোট পান নীরজ। তাই ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশনকে নীরজ নিজেই জানিয়েছেন, ফিট না থাকার কারণে কমনওয়েলথ গেমসে অংশ নিতে তিনি আগ্রহী নন।