নয়াদিল্লি, ২৫ জুলাই (হি.স.): বিদায়ী রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের স্থলাভিষিক্ত হলেন ভারতের পঞ্চদশতম রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। সোমবার সকালে সংসদের সেন্ট্রাল হলে রাষ্ট্রপতি হিসেবে শপথ নেওয়ার পর, রাষ্ট্রপতি ভবনে এসে রাষ্ট্রপতি পদের দায়িত্ব গ্রহণ করেছেন দ্রৌপদী মুর্মু। সেই সময় উপস্থিত ছিলেন বিদায়ী রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দও।
রাষ্ট্রপতি ভবনে এদিন গার্ড অফ অনারে অভিবাদন জানানো হয় দেশের নতুন রাষ্ট্রপতিকে। তিন বাহিনীর পক্ষ থেকে নতুন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে গার্ড অফ অনারে অভিবাদন জানানো হয়। এদিন রাষ্ট্রপতি ভবনে তিন বাহিনীর পক্ষ থেকে বিদায়ী রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দকেও গার্ড অফ অনারে অভিবাদন জানানো হয়। রাষ্ট্রপতি হিসেবে শপথ নেওয়ার পর সংসদের সেন্ট্রাল হলে এদিন সকালে প্রথম ভাষণ দেন দ্রৌপদী। দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে নির্বাচিত হওয়া দ্রৌপদী দেশের সর্বকনিষ্ঠ রাষ্ট্রপতি।