স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৫ জুলাই : পাচারকালে আটক নেশা জাতীয় কফ সিরাপ। সোমবার দুপুর একটার নাগাদ সেকেরকোট এলাকায় মারুতি গাড়ি থেকে বিপুল পরিমাণে এসকফ কফ সিরাপ আটক করতে সক্ষম হয় ট্রাফিক পুলিশ। কিন্তু পালিয়ে যেতে সক্ষম হয় মারুতি চালক এবং সহচালক।
ট্রাফিক পুলিশ এবং আমতলী থানার পুলিশ অফিসার জানান, এদিন ট্রাফিক পুলিশ এলাকায় চেকিং এর বসেছিল। টি আর ০১ এ জে ০৪৩৮ নম্বরে মারুতি ভ্যান গাড়িটি আসা মাত্রই দাঁড়ানোর জন্য সিগনাল দেওয়া হয়। সেই মোতাবেক গাড়িটি দাঁড় করায় চালক। গাড়ি চালককে নথিপত্র দেখাতে বললে সে এবং তার সাথে থাকা অপর সহ চালক পালিয়ে যেতে সক্ষম হয়। পরে ট্রাফিক পুলিশ গাড়িতে তল্লাশি চালিয়ে আটক করে নেশা সামগ্রীগুলি। খবর দেওয়া হয় আমতলী থানার পুলিশকে। নেশা সামগ্রী উদ্ধার করতে ছুটে যায় আমতলী থানার পুলিশ। প্রায় আট শতাধিক এসকফ কফ সিরাপের বোতল আটক করতে সক্ষম হয়েছে। কিন্তু দুজন অভিযুক্ত পালিয়ে যেতে সক্ষম হয়েছে। পুলিশ এম ডি পি এস মামলা হাতে নিয়ে ঘটনা তদন্ত শুরু করেছে বলে জানায়। আটক হওয়া নেশা সামগ্রীর বাজার মূল্য প্রায় কয়েক শতাধিক টাকা হবে বলে জানা যায়।