Wednesday, March 19, 2025
বাড়িজাতীয়কেন্দ্রীয় মন্ত্রী ইরানির মেয়ের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলল কংগ্রেস

কেন্দ্রীয় মন্ত্রী ইরানির মেয়ের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলল কংগ্রেস


নয়াদিল্লি, ২৩ জুলাই ( হি.স.) : কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানির মেয়ের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলল কংগ্রেস। কংগ্রেসের মুখপাত্র পবন খেরা শনিবার দলের সদর দফতরে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে বলেন, তিনি কেন্দ্রীয় মন্ত্রী ইরানির মেয়ে গোয়ায় একটি মৃত ব্যক্তির নামে চালানো বারের লাইসেন্স নিয়েছেন। যে ব্যক্তির নামে লাইসেন্সটি রয়েছে তিনি ২০২১ সালের মে মাসে মারা যান এবং লাইসেন্সটি ২০২২ সালের জুন মাসে নেওয়া হয়েছিল। এটা কোন সাধারণ বিষয় নয়, এর বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।

খেরা বলেন, গোয়ার আইন অনুযায়ী একটি রেস্তোরাঁ শুধুমাত্র একটি বার লাইসেন্স পেতে পারে, এই রেস্তোরাঁ দুটি লাইসেন্স পেয়েছে। তিনি বলেন, মন্ত্রীর মেয়ে যে রেস্তোরাঁ চালাচ্ছেন, সেই রেস্তোরাঁ চালানোর লাইসেন্সও পাননি। এমন পরিস্থিতিতে ইরানির জবাব দেওয়া উচিত।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য