গান্ধীনগর, ২৩ জুলাই (হি.স.): দু”দিনের সফরে গুজরাটে রয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এদিন গুজরাটের গান্ধীনগরে একগুচ্ছ উদ্যোগের সূচনা করেছেন তিনি।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গান্ধীনগরে গুজরাট পুলিশের ই-এফআইআর ব্যবস্থার সূচনা করেন, এছাড়াও পুলিশ সদর দফতরের সিসিটিভি কন্ট্রোল রুমের সূচনা করেছেন তিনি। এখানেই শেষ নয়, ত্রিনেত্র, গুজরাট পুলিশের রাজ্য-স্তরের কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার এবং অনেক আধুনিক পরিষেবার উদ্বোধন করেন অমিত শাহ।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এদিন গান্ধীনগরের পুলিশ ভবনে অ্যান্টি হিউম্যান ট্রাফিকিং ইউনিটের বাহনগুলিকেও পতাকা দেখিয়ে রওনা করেন। পরে নিজের লোকসভা কেন্দ্র-গান্ধীনগরে বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের শিলান্যাস করেন তিনি। গুজরাট পুলিশের ই-এফআইআর ব্যবস্থার সুবিধা হল- মূলতঃ গাড়ি বা মোবাইল ফোন চুরি গেলে, নাগরিকরা থানায় না গিয়ে অনলাইনে এফআইআর করতে পারবেন। ৪৮ ঘণ্টার মধ্যে পুলিশ অভিযোগকারীর সঙ্গে যোগাযোগ করবে।